ক্যাসিনো-কাণ্ড, ঘুরে দাঁড়াতে ভারতীয় কোচ আনছে আরামবাগ

সুব্রত ভট্টাচার্যকে কোচ করে আনছে আরামবাগ।গত বছর ক্যাসিনো কাণ্ডে বিতর্কে জড়িয়ে পড়ে আরামবাগ ক্রীড়া সংঘ। এছাড়া গতবার ফুটবল দলও গড়েছিল কোনও রকমভাবে। তবে আসন্ন মৌসুমে সব বিতর্ক পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চাইছে ঘরোয়া ফুটবলের পুরনো এই ক্লাব। সেই লক্ষ্য বাস্তবায়নে তারা কোচ আনতে যাচ্ছে ভারত থেকে।

অতীতে অল্প সময়ের জন্য ব্রাদার্সে কোচিং করা সুব্রত ভট্টাচার্যকে হেড কোচ নিয়োগ দিতে যাচ্ছে আরামবাগ। তার সঙ্গে আরও তিন জন কোচিং স্টাফও আনা হচ্ছে ভারত থেকে।

ভারতের ‘আই’ লিগে বিভিন্ন দলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে সুব্রতর। ৫৯ বছর বয়সী কোচের রয়েছে এএফসি ‘এ’ লাইসেন্স। যে কারণে আরামবাগ তার প্রতিই আস্থা রাখতে চাইছে।

ক্লাবটির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভারতীয় কোচ সুব্রতকে আমরা কোচ করতে যাচ্ছি। কয়েক দিনের মধ্যেই তিনজন সহকারী নিয়ে তিনি দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন।'

এই কর্মকর্তার মুখেই শোনা গেলো, আরামবাগ ঘুরে দাঁড়াতে কতটা মরিয়া, ‘আমরা একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। নতুন একজন স্পনসর এসেছে। তার মাধ্যমেই নতুন কোচরা এসেছে। এই বছর তো স্থানীয়দের নিয়ে ভালো দল গড়া সম্ভব নয়। তাই ভালো মানের বিদেশি ফুটবলার ও কোচ এনে দলের শক্তি বাড়ানোর চেষ্টা করছি।'

তাই আসছে মৌসুমে বিদেশি কোটায় দু’জন ঘানাইয়ান ও একজন আফগানিস্তানের খেলোয়াড় দলভুক্ত হবে। ক্লাবের অনুশীলন শুরু হবে নভেম্বরের শুরুতে।