জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়তে বসুন্ধরার আপত্তি!

122012356_1058000217993775_6914965570426095562_nঅনেক দিন পর আন্তর্জাতিক অঙ্গনে প্রীতি ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে হবে দুটি ম্যাচ। সেই লক্ষ্যে কাল শুক্রবার বিকাল থেকে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে।

প্রাথমিকভাবে ৩৬জন খেলোয়াড় নিয়ে অনুশীলন হওয়ার কথা ছিল। কিন্তু প্রস্তুতি শুরুর আগেই ঝামেলা দেখা দিয়েছে। জাতীয় দলে ডাক পাওয়া ১৪ জন খেলোয়াড়কে আপাতত ক্যাম্পে যোগ দিতে দিচ্ছে না বসুন্ধরা কিংস। ওই খেলোয়াড়রা আবার খেলে থাকেন বসুন্ধরার হয়েই। বৃহস্পতিবার চিঠি দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আপত্তির কথা জানিয়েছে তারা।

বসুন্ধরার খেলোয়াড়রা ক্লাবে অনুশীলন করে আসছে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। এই মুহূর্তে তারা ছুটিতে আছে। তাই আগামী ৯ নভেম্বর জাতীয় দলের জন্য খেলোয়াড়দের ছাড়ার কথা উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে।

ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা আগে থেকেই অনুশীলনের মধ্যে আছে। এখন তারা ছুটিতে আছে, রিকোভারি চলছে। তাই এখনই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা ম্যাচ শুরুর কয়েক দিন আগে খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেবো।’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তাদের কাছ থেকে চিঠি পেয়েছি। ওরা জানিয়েছে ফিফা উইন্ডো বা কাছাকাছি সময়ে খেলোয়াড় রিলিজ করবে। জনি ও মতিন চোটগ্রস্ত হওয়ায় এই মুহূর্তে তাদের যোগ দেওয়াটা ঠিক হবে না বলে তারা জানিয়েছে। রাতের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি, নির্ধারিত সময়ে সবাই রিপোর্ট করবে।’

এদিকে জামাল-বিপলুদের আবাসিক ক্যাম্পের ভেন্যুও বদলে গেছে। হোটেল সোনারগাঁ থেকে তা স্থান্তরিত হয়ে ফার্সে নেওয়া হয়েছে। সেখানেই বিকাল ৫টায় রিপোর্ট করতে বলা হয়েছে।