তামিমের অভিজ্ঞতা শুনলো ‘ইও বাংলাদেশ’

ভার্চুয়াল ইভেন্টে তামিম ইকবালের সঙ্গে ‘ইও’ বাংলাদেশ।ব্যবসায়ীদের বহুজাতিক সংগঠন ‘এন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও)’-এর বাংলাদেশ চ্যাপ্টারের ভার্চুয়াল ইভেন্টে যোগ দিয়েছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের অভিজ্ঞতার কথা শুনতে শনিবার ‘টি উইথ দ্য টাইগার’ নামের ভার্চুয়াল এই ইভেন্টের আয়োজন করেছিল ‘ইও’। 

‘ইও’ বাংলাদেশের বোর্ড সদস্য কাজী ইনাম আহমেদের সভাপতিত্বে পুরো ইভেন্টের মূল আকর্ষণই ছিলেন তামিম। খেলোয়াড় ও বাংলাদেশ জাতীয় ক্রিকেটের অন্যতম দলনেতা হিসেবে নিজের অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরেন তিনি। আলোচনায় তামিম তার ক্যারিয়ারের উত্থান-পতন, নেতৃত্ব নিয়ে তার মত, বাংলাদেশ নারী ক্রিকেটের ভবিষ্যৎ এবং ক্রিকেটকে পেশা হিসেবে গ্রহণ করতে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য তুলে ধরেন।

তামিম ছাড়াও ইভেন্টে ইও-এর বাংলাদেশ ও আন্তর্জাতিক চ্যাপ্টারের অন্যান্য সদস্যরা এতে অংশ নেন।  

whatsapp-image-2020-10-24-at-8-58-44-pm-1603614463922একই সঙ্গে তামিমকে পেয়ে ইভেন্টটি উপভোগও করেন তারা। এর বোর্ড ডিরেক্টর ও লার্নিং চেয়ার আজরা সেলিম জানালেন সেই কথাই, ‘তামিম ইকবালের সঙ্গে ইভেন্টটি সত্যি উপভোগ করেছি। তামিম যেভাবে নিজের বড় লক্ষ্য নির্ধারণ করে, সে বিষয়টি কৌতূহলোদ্দীপক ও প্রেরণাদায়ক মনে হয়েছে। ওর মানসিকতা থেকেও অনেক কিছু শেখার আছে। বিশেষ করে, লক্ষ্য অর্জনে কখন ও কীভাবে সে কঠোর পরিশ্রম করে থাকে।’   

তামিম ইকবালও ভার্চুয়াল এই ইভেন্টে অংশ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত, ‘সম্প্রতি অনেক ভার্চুয়াল ইভেন্টেই অংশ নিয়েছি। তবে ‘ইও’র সঙ্গে যেটা করলাম, সেটা সত্যিই ভিন্ন ধরনের ছিল। কিছু বিষয়ে আমি কথা বলেছি, যা প্রচলিত ধারার বাইরে ছিল। এছাড়া উপভোগও করেছি। ইও’র সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইলো। আশা করছি, তাদের অন্য কোনও ইভেন্টে আমি যোগ দিতে পারবো।’