জুভেন্টাসের বিপক্ষে কুতিনহোকে পাচ্ছে না বার্সা

ফিলিপে কুতিনহো।চ্যাম্পিয়নস লিগে বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ শুনলো বার্সেলোনা। জুভেন্টাসের বিপক্ষে ছিটকে গেছেন বার্সেলোনার ব্রাজিলীয় মিডফিল্ডার ফিলিপে কুতিনহো। 

শনিবার এল ক্লাসিকোর ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছে বার্সা। এই দিনেই বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান কুতিনহো।

চোট পেয়ে ব্রাজিলীয় তারকা যে জুভেন্টাসের বিপক্ষে খেলতে পারবেন না, তা রবিবার বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা। তবে কবে নাগাদ কুতিনহো ফিরতে পারবেন, সে বিষয়ে কিছুই জানায়নি ক্লাবটি।

তবে এএস বলছে, কম করে হলেও তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন কুতিনহো। ফলে লা লিগায় আলাভাসের বিপক্ষেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অনিশ্চয়তা রয়েছে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ম্যাচ ডায়নামো কিভের বিপক্ষেও!

তবে তার চোটের খবরে স্বস্তি পেতে পারেন আন্তোয়ান গ্রিজমান ও ওসমান দেম্বেলে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কুতিনহো পুরো ৯০ মিনিট খেললেও শুরুর একাদশে জায়গাই হয়নি এ দু’জনের।