কেন মাঝপথে বন্ধ হলো ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

ব্রাজিলের সাওপাওলোতে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। খেলা চলেছে মিনিট সাতেকের মতো। কিন্তু হঠাৎ খেলা বন্ধ হয়ে যায়!

আন্তর্জাতিক মিডিয়ার খবর- আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ, জোভান্নি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ক্রিস্টিয়ান রোমেরো ব্রাজিলের কোয়ারেন্টিন নিয়ম মানেননি। তাই খেলা চলাকালীন ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা নিয়ে মাঠে হানা দিয়েছে।

অনেকটা সেই চার খেলোয়াড়কে আটক করার জন্য। এ নিয়ে মাঠেই সবার মধ্যে উচ্চ-বাচ্চ হয়েছে। যে কারণে খেলা বন্ধ হয়ে যায়। আর্জেন্টিনার খেলোয়াড়রা একপর্যায়ে ড্রেসিংরুমে চলে আসে। একটু পরই লিওনেল মেসিকে ব্রাজিলের দানি আলভেজকে সঙ্গে নিয়ে আবারও ড্রেসিংরুম থেকে এসে কথা বলতে দেখা যায়। তবে কোয়ারেন্টিন ইস্যুতে ম্যাচ স্থগিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।