দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান তাসকিন

তাসকিনঅতি দ্রুত নিজেকে শুধরিয়ে আইসিসির রি-অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।
আজ  শুক্রবার সকালে ঢাকায় ফিরেছেন তাসকিন, বিমানবন্দরে প্রচার মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ‘যা হয়েছে তা নিয়ে আর পিছে ফিরে তাকাতে চাই না, কোনও লাভও নেই এতে, আমি আত্মবিশ্বাসী যে অতি দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবো, এখন আমাকে মনোনিবেশ করতে হবে  আমার যে অ্যাকশনে আইসিসির আপত্তি সেটির ওপর। সব ডেলিভারিতে যেহেতু সমস্যা নেই, তাই বড় কোন সমস্যা হবেনা, সমগ্র দেশবাসী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, সমর্থন দিয়েছে তাতে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, এটিই আন্তর্জাতিক ক্রিকেটে আমার ফিরে আসার সবচেয়ে বড় অনুপ্রেরণা’ বলেছেন তাসকিন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে দায়িত্ব পালন করা আম্পায়াররা বাংলাদেশ দলের তরুণ পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। এদিন মাঠে দায়িত্ব পালন করেন ভারতের সুন্দরম রবি ও অস্ট্রেলিয়ার রড টাকার। সর্বপ্রথম আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানান তারা। এরপর তাসকিনের নামও টানা হয়।
আরএম/এপিএইচ/