হ্যামস্ট্রিং চোটেও মাঠে মাশরাফির দাপট

উইকেট উদযাপনে মাশরাফিচট্টগ্রাম পর্ব শেষ হওয়ার পর থেকেই হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন মাশরাফি। এই অবস্থাতেই ঢাকার দ্বিতীয় পর্বে খেলা চালিয়ে যাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। প্রত্যেক ম্যাচেই বল হাতে সফল ছিলেন তিনি। শুক্রবার তো সব সাফল্যকে ছাপিয়ে গেলেন ব্যাট ও বল হাতে। এক স্পেলে চার ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। এরপর ব্যাট হাতেও ১১ বলে তিন ছক্কায় করেছেন ২০ রান। অবশ্য ব্যাটিং ছাপিয়ে আলোচনায় তার বোলিংটা।

শুক্রবার তিনি ছোট রান আপে সাধারণ গতিতেই বল করেছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণেই বড় রান আপে বোলিং করেননি মাশরাফি। আর এটাই তাকে সাফল্য এনে দিয়েছে।

অন্য পেসারের চেয়ে মাশরাফি খানিকটা এগিয়ে ভিন্ন জায়গায়। নিয়মিত ছোট রান আপে বোলিং করার কারণে বলের গতি খুব একটা কমে না তার। এখানটাই এগিয়ে কুমিল্লার এই অধিনায়ক, ‘আমার একটা সুবিধা হচ্ছে ছোট রানআপে বল করলেও আমার পেস একই থাকে। আরেকটা সুবিধা হচ্ছে এভাবে বল করতে আমার সমস্যা হয় না। অনুশীলনে ছোট রানআপে অনেক বল করেছি। যখন চোট ছিল তখন এই রানআপে বল করেছি। ওই অভ্যাসটা আমার আছে। এই জন্য অন্য পেসারদের যে সুবিধাটা থাকে না, আমার ক্ষেত্রে সেটা থাকে।’

বিপিএলে এবার ১১ ম্যাচ শেষে মাশরাফির উইকেট ১১টি। সেরা বোলিং ফিগার হলো সর্বশেষ ম্যাচেই, ১৬ রানে তিন উইকেট।

/আরআই/এফএইচএম/