রংপুরের সংগ্রহ ১৫৪

মোহাম্মদ মিথুন ৪১ বলে ৩৮‘বিপিএলের স্বার্থে’ ফিরে আসা মোহাম্মদ শাহজাদের ৪৮ রানের ইনিংসের ওপর ভর দিয়ে বরিশাল বুলসের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৪ রান করেছে রংপুর রাইডার্স। 

টসে জিতে ব্যাট করতে নামা রংপুর শক্ত ভিত পায়নি। কারণ বিপিএলে সৌম্য সরকারকে খুঁজে পেল না তারা। দলের ২৯ ও নিজের ১৭ রানে কামরুল ইসলাম রাব্বির বলে ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে তিনি বল তুলে দেন কাভারে। শাহরিয়ার নাফীসের হাতে সহজ ক্যাচ হয়ে যায় সেটি।  আজকের (শনিবার) ম্যাচ সহ ১১ ম্যাচে সৌম্য সরকারের সংগ্রহ মাত্র ১৩০, সর্বোচ্চ ২৬। 

তবে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে আফগান ব্যাটসম্যান শাহজাদ দেখান দলে তার উপস্থিতির মূল্য। সঙ্গে তিনি জুটি হিসেবে পান মোহাম্মদ মিথুনকে।  দ্বিতীয় উইকেট জুটিতে তারা দলকে দেন ১০.৩ ওভারে ৭৬ রান। বরিশাল বোলাররা কোনওভাবেই শাহজাদ-মিথুনকে থামাতে পারেননি। মিথুন খেলে চলেন হালকা ছোঁয়ায় আর শাহজাদ পাওয়ারের ওপর। অবশেষে ১৪.২ ওভারে শাফল করে রায়াড এমরিটকে খেলতে গিয়ে লেগ স্টাম্পের ওপর লেগ বিফোর হন শাহজাদ। শেষ হয় ৪০ বলে একটি ছক্কা ও চারটি চারে  তার ৪৮ রানের ইনিংস। 

রানের গতি  বাড়ানোর জন্য মাঠে নামেন শহীদ আফ্রিদি। রাব্বিকে পুল করে একটি ছক্কা মারার পরের বলেই আবারও বিগ শট খেলতে গিয়ে তিনি মিড অফে শাহরিয়ার নাফীসের হাতে ইনিংসের দ্বিতীয় ক্যাচ হন। ৩ বলে ৭ রান ছিল আফ্রিদির সংগ্রহ। 

মিথুন বিদায় নেন দলের ১১৮ রানে। ৪১ বলে একটি চার ও একটি ছক্কায় ৩৮ রান করে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দেন তিনি। বোলার থিসারা পেরেরার ‘চেঞ্জ অব পেস’ বুঝতে পারেননি তিনি। ১১ ম্যাচে ৩১৮ রান করে তিনিই এখন রংপুরের সর্বাধিক রান সংগ্রাহক। 

হার্ড হিটার জিয়াউর রহমানের অপরাজিত ১৭ বলে ২৩, লিয়াম ডসনের দুই বলে ৭ ও আনোয়ার আলির ৭ রানে সংগ্রহ দেড়শ’র ওপরে নিয়ে যায় রংপুর।