ফাইনালের ম্যাচ সেরা সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারাশ্রীলঙ্কার গ্রেট কুমার সাঙ্গাকারা ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। ঢাকার ব্যাটিং বিপর্যয়ের দিনে এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলকে বিপদমুক্ত করেছেন অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তার ৩৩ বলে ৩৬ রানের ইনিংসটি ওই মুহূর্তে গুরুত্বপূর্ণ ছিল। যদিও ঢাকার ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন এভিন লুইস (৪৫)।

৪২ রানে শুরুর তিন উইকেট হারালে ক্রিজে নামেন সাঙ্গাকারা। এক প্রান্তে দাঁড়িয়ে থেকে ছোট ছোট জুটি গড়তে থাকেন তিনি। লঙ্কান এ ব্যাটসম্যান আউট হওয়ার আগেই ঢাকার সংগ্রহটা ১৫৫ রানে গিয়ে পৌঁছায়। তার এমন দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই রাজশাহীকে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় ঢাকা। ৩৬ রান ছোট হলেও গুরুত্বপূর্ণ সময়ে এমন একটি ইনিংস খেলার ফলস্বরূপ ম্যাচ সেরার পুরস্কারটা পান সাঙ্গাকারা।

ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ২ হাজার ইউএস ডলার পান শ্রীলঙ্কান এই উইকেট কিপার ব্যাটসম্যান।

চলতি টুর্নামেন্টে ঢাকার হয়ে সবচেয়ে সফল ছিলেন তিনি। ১৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৭০ রান। দুই হাফসেঞ্চুরিতে তিনি এই সাফল্য পেয়েছেন। তার সর্বোচ্চ রান ৬৬।

/আরআই/