গত অক্টোবরে শারজায় নিজের ‘আইডল’ গেইলের বালখ লিজেন্ডসের বিপক্ষে কাবুল জওয়ানের হয়ে ঐতিহাসিক এক ইনিংস খেলেন জাজাই। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে এক ওভারের ছয় ছক্কা হাঁকান তিনি। দারুণ এই কীর্তি গড়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যানের সঙ্গে ছবি তুলে দিনটি স্মরণীয় করে রেখেছিলেন এই তরুণ ক্রিকেটার। ১৭ বলে তার ৬২ রানের ইনিংস শেষে বলেছিলেন, ‘আমার আইডলের (গেইল) সামনে পারফর্ম করাটা একেবারে অন্যরকম একটা মুহূর্ত। আমি আমার স্বাভাবিক খেলা খেলেছি, কাউকে ম্লান করে দিতে নয়।’
এবার দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছেড়ে বাংলাদেশে জাজাই। এখানেও উজ্জ্বল পারফরম্যান্সের স্বাক্ষর রেখে চলেছেন ঢাকার হয়ে। আগামী শুক্রবারই হয়তো মুখোমুখি হবেন তার আইডলের। এবার রংপুর রাইডার্সের হয়ে খেলছেন গেইল। জাজাই আগেভাগেই হয়তো তাকে সতর্ক করে দিলেন দুটি বিস্ফোরক ইনিংস খেলে।
মঙ্গলবার খুলনা টাইটানসের বিপক্ষে ১০৫ রানের জয়ের পর ক্যারিবিয়ান তারকাকে নিয়ে প্রশ্ন শুনতে হলো জাজাইকে। তাকে অনুসরণ করেন কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমি তাকে শুধু পছন্দ করি, তার শট অনুকরণ করি না। আমি শুধু আমার মতো করে খেলি। এটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে।’
রাজশাহী কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে ৪১ বলে ৭ ছয়ে ৭৮ রান করেন জাজাই। খুলনার বিপক্ষে ৫ ছয় ও ৩ চারে ৫৭ রান করলেন ৩৬ বলে। সবশেষ ম্যাচ নিয়ে আফগান ব্যাটসম্যান বলেন, ‘আজ ছিল ভিন্ন রকম একটা দিন। ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো ছিল। কিন্তু বল নিচু হয়ে আসায় মাঝেমধ্যে কঠিন হয়ে উঠছিল। যখন ফর্ম ভালো যায়, তখন দলের জন্য সেরাটা করার চেষ্টা থাকে। আমি উপভোগ করছি, ভালো লাগছে।’