টস জিতে ফিল্ডিংয়ে কোহলির বেঙ্গালুরু

গুজরাট-বেঙ্গালুরুআইপিএল-এর ফাইনালে ওঠার লড়াইয়ে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।

জিতলেই ফাইনাল, হারলে অবশ্য থাকছে আরও একটি সুযোগ। একদিকে বিরাট কোহলি অন্যদিকে সুরেশ রায়না। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই ধারাবাহিক ব্যাটসম্যান। তবে সবাইকে ছাড়িয়ে এককথায় অনন্য বিরাট কোহলি। মাঠে নামলে রান করাটা অভ্যাসে পরিণত করেছেন। চলতি আইপিএল-এ চারটি শতরান এসেছে তার ব্যাট থেকে। সব মিলিয়ে ৯১৯ রান। অর্ধশত ছয়টি। খুব বেশি পিছিয়ে নেই তার সতীর্থ ডি ভিলিয়ার্সও। একটি শতক ও পাঁচটি অর্ধশতসহ ৬০৩ রান করেছেন তিনি। দলে আছেন আরেক ব্যাটিং দানব ক্রিস গেইলও।

কম যায় না প্রথমবারের মতো আইপিএল খেলা গুজরাট লায়ন্সও। তারকায় ভরপুর দলটি। টি-টোয়েন্টির অন্যতম সেরা ব্যাটসম্যান অসি তারকা অ্যারন ফিঞ্চ রয়েছেন। তাছাড়া ম্যাককালাম, দিনেশ কার্তিকও রয়েছেন। গ্রুপ পর্যায়ে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করেছে রায়নার দল। যদিও কোয়ালিফায়ারে এসবের কোনও গুরুত্ব নেই। পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর দলের লড়াইয়ে যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।

/এমআর/