এক ম্যাচ নিষিদ্ধ তামিম

২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা চলাকালীন প্রতিপক্ষ দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ওপর চড়াও হয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ এবং পাঁচ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছিল তামিমকে। এবার আবারও এক লাখ টাকার পাশাপাশি একটি ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তামিমের শাস্তির কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া একই ম্যাচে নাসির হোসেনকে বাজে আচরণের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

tam.jpgns_

ঘটনার সূত্রপাত গত ১২ জুন। সেদিন বিকেএসপিতে অনুষ্ঠিত সুপার লিগের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিলো আবাহনী ও প্রাইম দোলেশ্বর। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নামিয়ে আনা ম্যাচে আবাহনীর দেওয়া ১৯২ রানের টার্গেটে নেমে দোলেশ্বর ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রান তোলার পর আম্পায়ারদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন তামিম। এরপর দুই আম্পায়ার খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে এই ম্যাচ নিয়ে নানান নাটক মঞ্চস্থ হয় ক্রিকেট অঙ্গনে। শেষ পর্যন্ত গত মঙ্গলবার ম্যাচ রেফারি মন্টু দত্ত বিসিবিতে জমা দিয়েছিলেন ওই ম্যাচের রিপোর্ট। একটি সূত্র নিশ্চিত করেছিল ওই রিপোর্টে আম্পায়ারদের সঙ্গে তামিম ইকবালের বাজে আচরণ, গালিগালাজ অর্থাৎ ওইদিন মাঠে যা ঘটেছে সব কথাই এসেছে ম্যাচ রেফারির রিপোর্টে।

/আরআই/