আমিরকে ফিক্সিং নিয়ে সতর্ক করেছিলাম: শোয়েব

শোয়েব আখতার নতুন করে পুরনো কাঁসুন্দি টানলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। নতুন করে জানালেন, ২০১০ সালে মোহাম্মদ আমিরকে ফিক্সিং নিয়ে সতর্ক করেছিলেন তিনি। আমিরকে বলেছিলেন বাজিকরদের কাছ থেকে যাতে বৈঠক করা থেকে বিরত থাকেন। কারণ এমনটি হলে আমিরকে তারা লোভনীয় প্রস্তাবে কাবু করে ফেলবেন।

ডনকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘আমি আমিরকে ২০১০ সালে তখনই বাজিরকদের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করেছিলাম। তারা আমিরকে প্রলোভন দেখাতে পারে এটা আগেই আমিরকে বলেছিলাম।’

ক্যারিয়ারে নানা বিতর্ককে সঙ্গী বানানো শোয়েব আরও জানিয়েছেন, ১৯৯৬ সালটাই ম্যাচ পাতানোর জন্য সবচেয়ে আলোচিত বছর ছিল। এ প্রসঙ্গে তিনি আরও জানান, ‘আমি নিজেও বাজিকরদের কাছ থেকে দূরে থেকেছি। বাকিদেরকেও সতর্ক করেছি; যাতে তারা এই খেলাটিকে সততা ও আন্তরিকতার সঙ্গে খেলে।’   

 উল্লেখ্য, ২০১০ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে একটি ‘নো’ বল করে ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন আমির। সেবার তার সঙ্গে আরও জড়িত ছিলেন সাবেক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফ। পরে ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পান আমির। আর এ কারণে জেলও খাটতে হয় তাকে। যদিও বর্তমানে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানি এই পেসার।

 /এফআইআর/