আবহাওয়া অবশ্যই অনেক বড় প্রভাব ফেলবে: মুশফিক

মুশফিক (ছবি: এএফপি)চট্টগ্রামে প্রচণ্ড তাপদাহ চলছে গত কয়েকদিন ধরেই। দুই মিনিট খোলা জায়গাতে দাঁড়াতেই গলা শুকিয়ে কাঠ! তাপমাত্রা ৩২ ডিগ্রি হলেও রোদের তেজটা অন্য যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি! এমন তাপদাহের মধ্যেই বৃহস্পতিবার শুরু হচ্ছে ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

তাই এই অবস্থায় আবহাওয়ার সঙ্গে মানিয়ে পাঁচদিন ধারাবাহিক ভাবে মনোযোগ ধরে রাখাকে কঠিন ভাবছেন মুশফিক। তারপরও মুশফিকের সান্ত্বনা-ইংলিশদের জন্য এই আবহাওয়াতে মানিয়ে নেওয়াটা আরও বেশি কঠিন, ‘আবহাওয়া অবশ্যই অনেক বড় প্রভাব ফেলবে। টানা পাঁচদিন মনোযোগ ধরে রেখে ধারাবাহিকভাবে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। তবে আমাদের চেয়ে ওদের (ইংল্যান্ড) জন্য আরও কঠিন হবে। যেহেতু ওরা এই ধরণের আবহাওয়ায় অভ্যস্ত নয়। অবশ্য ওরা এখানে প্রায় ২০ দিন ধরে আছে। আমরা চেষ্টা করব এখান থেকে যতটুকু সুবিধা আদায় করে নেওয়া যায়।’

/আরআই/