বেয়ারস্টোর উইকেটকেই সেরা বলছেন মিরাজ

বেয়ারস্টোঅভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচে তুলে নিলেন পাঁচ উইকেট। জনি বেয়ারস্টোকে সরাসরি বোল্ড করে পূরণ করেন পাঁচ উইকেটের ঘর।

আর এই উইকেটটিই তার কাছে সেরা, ‘যতগুলো উইকেট পেয়েছি, সবই ভালো লেগেছে। তবে যেটা বোল্ড করলাম (জনি বেয়ারস্টো) সেটাই বেশি ভালো লেগেছে। বলটা পড়ে সোজা গেছে। আমিও বুঝিনি কি হইছে, ও (বেয়ারস্টো) বুঝতে পারেনি।’

নতুন বলে বোলিং করার অভিজ্ঞতা বয়সভিত্তিক ক্রিকেটে অর্জন করেছেন মিরাজ। অতীতের অভিজ্ঞতা সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি,   ‘নতুন বলে বোলিং করার অভিজ্ঞতা অনেক আগে থেকেই ছিল। আমি যখন অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলে খেলেছি তখনও নতুন বলে বল করেছি। এটা আমার জন্য নতুন কিছু ছিল না।’

মঈন আলী ও বেয়ারস্টো যখন জুটিটা যখন দাঁড়িয়ে গিয়েছিল, তখন চিন্তার ভাঁজ পড়ে বাংলাদেশ শিবিরে। সেই সময় মুশফিকের দারুণ অধিনায়কত্বে ম্যাচে ফেরে বাংলাদেশ। মুশফিক স্ট্যাম্প টু স্ট্যাম্প ডেলিভারি দিতে বলেছিলেন মিরাজকে। সেই অনুযায়ী তিনি কাজ করে সাফল্য পেয়েছেন।

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মিরাজ বলেছেন, ‘‘মধ্যাহ্ন বিরতির পর মঈন আলী ও জনি বেয়ারস্টো জুটি গড়ে। তখন মুশফিক ভাই আমাকে বলেছিল, ‘তুই সব সময় স্ট্যাম্পে বলটা রাখিস। যদি স্ট্যাম্পে রাখিস, তাহলে অনেক সুযোগ আসবে। আউট হয়ে যাবে। টাচ হওয়ার সম্ভাবনা থাকবে।’ আমি ওই পথে হেঁটেই উইকেট পেলাম।’’

/আরআই/কেআর/