ম্যাথু হগার্ডকে টপকালেন সাকিব

A13T5300চট্টগ্রাম টেস্টে ইংলিশ পেসার ম্যাথু হগার্ডকে টপকালেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি টেস্টসহ এখন পর্যন্ত ৯টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে বাংলাদেশের খেলোয়াড়রা টেক্কা দিয়েছেন ইংলিশ খেলোয়াড়দের সঙ্গে। ব্যাটিংয়ে ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেলের চেয়ে ৫০ রান দূরে আছেন তামিম ইকবাল। দ্বিতীয় অবস্থানে থাকা তামিমের সংগ্রহ ৫৮৩ রান।

অন্যদিকে চট্টগ্রাম টেস্ট শুরু হওয়ার আগে সাকিবের উইকেট ছিল ১৭টি। তালিকায় সাকিবের অবস্থান ছিল ছয় নম্বরে। তার উপরে ছিলেন পেসার ম্যাথু হগার্ড, অফস্পিনার গ্রায়েম সোয়ান, পেসার স্টিভ হারমিসন ও স্টিভেন ফিন।

সাকিব প্রথম ইনিংসে দুটি এবং দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিন শেষে ৫টি উইকেট নিয়ে এদের সবাইকে টপকে শীর্ষে উঠে এসেছেন। সাকিবের বর্তমান উইকেট সংখ্যা ২৪টি। তার পেছনে থাকা ইংলিশ পেসার ম্যাথু হগার্ডের উইকেট সংখ্যা ২৩টি।

/আরআই/