রানের পাহাড় গড়তে যাচ্ছে পাকিস্তান

আজহার অপরাজিত ৫২ রানেহাফসেঞ্চুরি পূরণ করে ফিরে গেছেন সামি আসলাম। তার ওপেনিং সঙ্গী আজহার আলী অবশ্য ফিফটি করে এখনও আছেন অপরাজিত। উদ্বোধনী জুটি থেকে ৯৩ রান পাওয়া পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটা হয়েছে দুর্দান্তই। আর তাতে আবুধাবি টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে রান পাহাড়ে চাপা দিতে যাচ্ছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১১৪ রান করলেও এখনই লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৪২। হাতে থাকা ৯ উইকেটে লিডটা ঠিক কত দূর নিয়ে যায় পাকিস্তান, সেটাই এখন দেখার।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষ করেছিল ৪ উইকেটে ১০৬ রানে। তৃতীয় দিনে আরও ১১৮ রান যোগ করে তারা অলআউট হয় ২২৪ রানে। ৪৫২ রানে প্রথম ইনিংস শেষ করা পাকিস্তান তখনই এগিয়ে ছিল অনেক রানে। দুই ওপেনার আজহার আলী ও সামি আসলামের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই লিডটা আরও বাড়িয়ে নিয়েছে মিসবাহ-উল-হকরা। শ্যানন গ্যাব্রিয়েলের বলে সামি ৫০ রান করে আউট হলে শেষ বিকালে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তিনি আউট হলেও আরেক ওপেনার আজহার অপরাজিত আছেন ৫২ রানে, যিনি চতুর্থ দিনের খেলা শুরু করবেন আসাদ শফিকের (৫*) সঙ্গে।

/কেআর/