আইসিসির কাছে বাট-আসিফের প্রশ্ন

আসিফ ও বাটপাকিস্তানের দুই ক্রিকেটার পিএসএলের খসড়া তালিকায় থাকলেও কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের ডাকেনি। এমন পরিস্থিতি তাদের জন্য অস্বস্তিকর।

স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন পাকিস্তানের সালমান বাট ও মোহাম্মদ আসিফ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা দিনকে দিন বেড়েই যাচ্ছে। বারবার উপেক্ষিত হয়ে আফসোস বেড়ে যাচ্ছে তাদের। ঘরের ক্রিকেটে ভালো করেও কেন জাতীয় দলে জায়গা হচ্ছে না জানেন না সাবেক অধিনায়ক ও পেসার। কারণ জানতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে প্রশ্ন করেছেন তারা।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে চিঠি লিখবেন বললেন আসিফ, ‘গুজব শোনা যাচ্ছে যে আইসিসির কারণে পিসিবি আমাদের দলে ডাকছে না। এটা সত্যি কি না জানতে আমরা সরাসরি আইসিসির কাছে চিঠি লিখতে পারি। আমাদের দলে ডাকতে কোনও সমস্যা আছে কি না জানতে চাই।’ পিসিবি, আইসিসি ও অন্যদের আপত্তির কারণে কখনও পাকিস্তানের জাতীয় দলে রাখা হবে না তাদের- এমন কথা বাটের কানেও গেছে। সাবেক অধিনায়ক এনিয়ে বলছেন, ‘আমি জানি না এসব সত্যি কি না। কিন্তু আমি আমার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব এবং আইসিসির কাছে চিঠি লিখে জানতে চাইব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে কোনও আপত্তি আছে কি না।’

নিষেধাজ্ঞার শাস্তি পাওয়ার পরও কেন এমন অবহেলা- প্রশ্ন আসিফের, ‘আমাদের নিয়ে এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে আইসিসির সহায়তা চাই। যদি ভালো পারফর্ম করি তাহলে নির্বাচকদের উচিত আমাদের সঠিকভাবে বিবেচনা করা এবং ক্যাম্পে আমন্ত্রণ জানানো।’

/এফএইচএম/