অনিশ্চয়তায় আইপিএল ২০১৭!

prv_6e295_1480987190২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক প্রকার অনিশ্চয়তার মধ্যেই পড়ে রইলো!

লোধা কমিটির সঙ্গে ঝামেলায় জড়িয়ে বড় বিপদেই পড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। তাদের সংঘাতের এখনও ফয়সালা না হওয়ায় আগামী বছরে হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক প্রকার অনিশ্চয়তার মধ্যেই পড়ে রইলো। বিষয়টি একভাবে নিজের মুখেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা।  

নাম প্রকাশ না করার শর্তে তিনি জানিয়েছেন, ‘যদি আগের মান বজায় রাখতেই হয়, তাহলে কিছু সময় নিয়েই কাজ করতে হবে। কিন্তু বর্তমান অনিশ্চিত অবস্থা দেখে এটাই মনে হচ্ছে টুর্নামেন্টটি অনিশ্চয়তার মধ্যেই পড়ে রইলো।’

অনিশ্চয়তার প্রসঙ্গ বার বার আসার কারণ তাদের রায় নিয়ে এখনও সিদ্ধান্ত না হওয়া। লোধা কমিটি ও বিসিসিআই এর মধ্যকার ঝামেলার রায় আগামী ৯ ডিসেম্বর দেবেন ভারতের সুপ্রিম কোর্ট। যেই কারণে ঝুলে রয়েছে খেলোয়াড়দের চুক্তি করা থেকে শুরু করে লজিস্টিকস, সংশ্লিষ্ট এজেন্সির নিয়োগ, লিগের বিপণনের কার্যক্রম। সবকিছুই জমা হয়ে আছে দুই মাস ধরেই। সবকিছু ঝুলে যাওয়াতেই এখন আইপিএলের বিষয়টিকে দূর দিগন্তের ভাবনা হিসেবেই দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)!

এ প্রসঙ্গে বোর্ডের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আইপিএল নিয়ে একটি আন্তর্জাতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অক্টোবরের মধ্যেই কাজ শুরু করে দেয়। কিন্তু এবার সেটি এখনও করা সম্ভব হয়নি। আর উদ্বোধনী অনুষ্ঠান পরিকল্পনা অনুযায়ী করতে ৫-৬ মাস আগে থেকেই সব কিছু ঠিক করে রাখতে হয়। কিন্তু এবার সেটিও করা হয়নি। সবকিছুর অবস্থাই হযবরল।’

টুর্নামেন্ট নিয়ে সার্বিক অগ্রগতিই বলে দেয় এক প্রকার অনিশ্চয়তার মধ্যেই রয়েছে আইপিএল। যদিও এ নিয়ে লোধা কমিটি জানিয়েছে রায় পর্যন্ত অপেক্ষা করতে।-দ্য টাইমস অব ইন্ডিয়া

/এফআইআর/