ভারত-শ্রীলঙ্কা সফরের জন্যই দলে নেই মুস্তাফিজ

আকরাম খান ওয়েলিংটন টেস্টে মুস্তাফিজকে খেলানো হয়নি। ক্রাইস্টচার্চ টেস্টেও রাখা হয়নি মুস্তাফিজকে। রবিবার ঘোষিত স্কোয়াডেও তাকে রাখেনি বিসিবি। ঠিক কী কারণে এমনটি করা হয়েছে এমন প্রশ্নে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। আকরাম খান যে ধারনা দিয়েছেন তাতে মনে হয়েছে ঝিনুক তুলে রাখা হচ্ছে সামনে ভারতের সঙ্গে টেস্ট, শ্রীলঙ্কা সফরের জন্যে।

আকরাম খান বলেন, ‘মুস্তাফিজ ইনজুরি থেকে দলে ফেরত এসেছে। এখনও সে নিজেকে পুরোপুরি ফিট মনে করছে না। সে কারণে একটা ম্যাচ খেললেতো আরেক ম্যাচে সে খেলতে পারে না। তাকে নিয়ে আমরা কাজ করছি। ফিজিও তাকে তার আসল শক্তিতে ফিরে আসার ব্যাপারে সহায়তা দিচ্ছেন। আশা করছি সে তার মতো করে শিগগির ফিরে আসবে।’

আকরাম খান আরও যোগ করেন, ‘আমাদের মনে হয়ে মুস্তাফিজের কৌশল সহ সবকিছু উপমহাদেশের কন্ডিশনে যতটা কার্যকর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে হয়তো ততটা নয়। সে কারণে আমরা আমাদের আসন্ন ভারতের সঙ্গে টেস্ট, শ্রীলঙ্কা সফরের জন্যে তাকে বেশি করে কাজে লাগাতে চাই। তাকে সেভাবেই প্রস্তুত করা হচ্ছে।’

/এফআইআর/