ইমরুলের খেলা নিয়ে সংশয়!

ইমরুলের খেলা নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। ক্রাইস্টচার্চ বিমান বন্দরে কথা হয় ইমরুল কায়েসের সঙ্গে। চোট আক্রান্ত ইমরুল হাঁটছিলেন সবার পেছনে। ইমরুল তখন নিজের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে বলেন, ‘আমি এখনও সবকিছু নিশ্চিত না। ক্রাইস্টচার্চে আমাকে ডাক্তার দেখানোর কথা। আরও এক দু’দিন না গেলে বলতে পারবো না আমি খেলতে পারবো কিনা। যদি খেলতে না পারি তাহলে খুব মিস করবো। কারণ ক্রাইস্টচার্চ আমার প্রিয় একটি ভেন্যু। এখানকার উইকেটে আমি ভালো খেলি। আগেও ভালো খেলেছি। যদি খেলতে না পারি, যদি মিস করি একটি টেস্ট, তাতে খুব খারাপ লাগবে আমার। দেখা যাক কী হয়’।

প্রথম টেস্টের বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, ‘ওয়েলিংটন টেস্টের প্রথম চারদিনই আমরা ভালো খেলেছি। শেষ দিনে কিছু ভুলের কারণে ম্যাচটি হেরেছি। এরপরও ক্রাইস্টচার্চের টেস্ট নিয়ে আমরা আশাবাদী। কারণ আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছেন। বোলাররাও ভালো করছেন। ক্রাইস্টচার্চের উইকেট হয়তো ভিন্ন হবে। এরপরও আমরা আশা করছি দলের সদস্যরা এরসঙ্গে আত্মস্থ করে নেবেন এবং ভালো খেলবেন।’

চোট আক্রান্ত ইমরুল তার নিজের কথা বলতে গিয়ে আরও বলেন, ‘এই মুহূর্তে নিজের জন্যে আমার খুব খারাপ লাগছে। কারণ চোটের কারণে টেস্টে আমি ভালো ব্যাট করতে পারিনি। আমি একটু ভালো ব্যাট করতে পারলে তা দলের জন্যে ভালো হতো। আমার দুর্ভাগ্য আমি চোটে পড়েছি। ওয়েলিংটন টেস্টের শেষ দিনেও আমার মাঠে আসার কথা ছিল না। দলের পরিস্থিতির কারণে আমি মাঠে আসতে বাধ্য হয়েছি। নিজ থেকেই বলেছি আমি ব্যাট করবো। দিনের শেষের সত্য হচ্ছে আমরা ম্যাচটা হেরেছি।’

মুশফিকের অনুপস্থিতিতে কিপিং করতে গিয়ে রেকর্ড পাঁচটি ক্যাচ ধরা ছাড়াও ইমরুল কিপিং করেছেন টানা ১৪৮ দশমিক ২ ওভার! এসব কথা উল্লেখ করলে ইমরুল বলেন ‘আমিতো পেশাদার কিপার না। পেশাদার কিপার হলে এক্ষেত্রে যে কেউ আমার চেয়ে ভালো করতেন। পাঁচটা ক্যাচ ধরতে পেরেছি এটি খুব ভালো লেগেছে’। ইমরুল আরও বলেন, ‘আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভুল কম করতে। যেহেতু মুশফিক ছিলেন না। তার অনুপস্থিতিতে দল যে দায়িত্ব দিয়েছিল সে দায়িত্ব পালনের চেষ্টা করেছি’।

প্রথম টেস্টে হারলেও এই দল নিয়ে আশাবাদী ইমরুল, ‘দলের সদস্যরা ভালো আছেন। তারা ভালো খেলছেন। কিন্তু কিছু ভুলের জন্যে আমরা জয় পাচ্ছিনা। একটা জয়ের জন্যে সবাই চেষ্টা করছেন। এখন জয়ের চাইতে সবার বড় টার্গেট আরও ভালো ক্রিকেট খেলা’।

ক্রাইস্টচার্চ টেস্ট সম্পর্কে ইমরুলের ধারনা ‘এটি নির্ভর করছে উইকেট কী রকম হবে এর ওপর। ওয়েলিংটনের মতো উইকেট হলে এক রকম হবে। এখানে উইকেট যদি ভিন্ন হয় তাহলে তা একটু কঠিন হবে। কিন্তু দল যে কোনও কিছু মোকাবেলায় প্রস্তুত’।

/এফআইআর/