বাংলাদেশের বিপক্ষেও খেলবেন না ডি ভিলিয়ার্স

abdevilliars-getty-1411-750নিউজিল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আগেই। এবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ না খেলার কথাও জানালেন এবি ডি ভিলিয়ার্স। শোনা যাচ্ছে ২০১৭ সালে কোনও টেস্টই খেলতে পারবেন না তিনি। তাই বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঘরের সিরিজেও খেলতে পারবেন না এই ব্যাটসম্যান।

কনুয়ের চোটে অনেক দিন ধরে মাঠের বাইরে ডি ভিলিয়ার্স। অস্ত্রোপচারের পর মাঠে আর ফেরা হয়নি তার। ধীরে ধীরে সেরে উঠলেও তাড়াহুড়া করতে চাইছেন না, তাই সময় নিতে চাইছেন আরও। বুধবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এখনও আমি প্রস্তুত নই। কনুই সম্পর্কে আমি সচেতন আছি। ডাক্তার বলেছেন সব কিছু ঠিকই আছে, তা ছাড়া আমি অনেক আত্মবিশ্বাসী।’

যদিও কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না ডি ভিলিয়ার্স। তাই টেস্ট ক্রিকেটে ফিরতে চাচ্ছেন না এত তাড়াতাড়ি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পর প্রোটিয়া ব্যাটসম্যান সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেও। শোনা যাচ্ছে ২০১৭ সালে তাকে আর দেখা যাবে না টেস্ট ক্রিকেটে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও তাই ডি ভিলিয়ার্সের খেলার সম্ভাবনা কম। সামনের বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তিনি ফিরতে পারবে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে। ক্রিকইনফো

/কেআর/