ক্রাইস্টচার্চে পরিত্যক্ত হলো তৃতীয় দিনের খেলা

RAIN-7ক্রাইস্টচার্চে বৃষ্টির হানায় পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার শেষ টেস্টের তৃতীয় দিন। রবিবার শেষ সেশনের শুরুতে এসে এই ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা।

দ্বিতীয় দিনেও হানা দিয়েছিল বৃষ্টি। আর পূর্বাভাসে বলাই ছিল রবিবারের বৃষ্টির কথা। যদিও রবিবার খেলা আগে ভাগে শুরুর কথা ছিল। আগের ওভারগুলো পুষিয়ে নিতে চাইলেও এদিন টানা বৃষ্টিতে কোনও খেলাই হয়নি। ফলে কোনও বল মাঠে গড়ায়নি।

নিউজিল্যাল্ড সফরের দ্বিতীয় ও শেষ এই টেস্টে বাংলাদেশ দল দ্বিতীয় দিনের শেষ বিকালে সাকিব ঝলকে স্বাগতিকদের চেয়ে এগিয়ে থেকে দিন শেষ করে। প্রথম ইনিংসে ২৮৯ রানের জবাব দিতে গিয়ে কিউইরা দ্বিতীয় দিনে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান তুলতে পেরেছে। বাংলাদেশ দল এখনও ২৯ রানে এগিয়ে। ম্যাচে কে আরও এগিয়ে যাবে সেটা জানতে রবিবার সকালের সেশনটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু রবিবার প্রথম সেশনসহ পুরো দিনটিই চলে গেছে বৃষ্টির দখলে!

/এফআইআর/