জিম্বাবুয়ের সঙ্গে ৫ ওয়ানডে খেলবে আফগানিস্তান

236447জিম্বাবুয়ে আগেই বলেছিল ফাঁকা সময়টাকে কাজে লাগাতে সহযোগী দেশগুলোর সঙ্গে খেলতে চায় তারা। প্রস্তাব পাঠিয়েছিল আফগানিস্তানকেও। শেষ পর্যন্ত তাদের প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে সহযোগী দেশটি। জিম্বাবুয়ে সফরে ৫টি ওয়ানডে খেলবে আফগানরা।

গত নভেম্বরে ত্রি-দেশীয় সিরিজে ওয়েস্টইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে খেলেছিল জিম্বাবুয়ে। এরপর মাঝে ৬ মাস ফাঁকা থাকায় এই সময়টাকে কাজে লাগাতেই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। সেই লক্ষ্যে আফগানিস্তান হারারে পৌঁছাবে ১৩ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই হবে হারারেতে।     

গত অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ওয়ানডে খেলেনি আফগানিস্তান। যদিও সর্বশেষ সহযোগীদের নিয়ে হওয়া মরুভূমির টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছে এই আফগানিস্তানই।

ওয়ানডে সূচি:

১৬ ফেব্রুয়ারি: প্রথম ওয়ানডে

১৯ ফেব্রুয়ারি: দ্বিতীয় ওয়ানডে

২১ ফেব্রুয়ারি: তৃতীয় ওয়ানডে

২৪ ফেব্রুয়ারি: চতুর্থ ওয়ানডে

২৬ ফেব্রুয়ারি: পঞ্চম ওয়ানডে

/এফআইআর/