বোলিং করার বৈধতা পেলেন স্যামুয়েলস

বোলিং করার বৈধতা পেলেন স্যামুয়েলস সেই ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হয়েছিলেন মারলন স্যামুয়েলস। ২৪ মাসের মধ্যে দ্বিতীয়বার অবৈধ বোলিং অ্যাকশনের উদাহরণ রাখায় তাকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। যদিও ফের নতুন অ্যাকশন নিয়ে বোলিং করার অনুমতি পেয়েছেন ক্যারিবীয় এই তারকা।

নতুন অ্যাকশনের জানান দিতে, গত ২৯ জানুয়ারি পরীক্ষা করিয়েছিলেন। অবশেষে আইসিসি জানিয়ে দিল এই অ্যাকশনে কনুই ১৫ ডিগ্রি অতিক্রম করে না স্যামুয়েলসের।

অবশ্য তাতেও বেঁচে যাননি স্যামুয়েলস! তার নতুন অ্যাকশনের ফুটেজ ও ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে আম্পায়ারদের কাছে। খেলায় তার নতুন অ্যাকশন যাচাই করতেই এমনটি করা হয়েছে।

সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বল করতে গিয়ে রিপোর্টেড হন স্যামুয়েলস। এরপরেই দেখা যায় তার ওই অ্যাকশনে কনুই অতিক্রম করে ১৫ ডিগ্রির বেশি। এ নিয়ে তৃতীয়বার রিপোর্টেড হলেন তিনি। সর্বপ্রথম হয়েছিলেন ২০০৮ সালে!

/এফআইআর/