কলম্বোতে হবে বাংলাদেশের শততম টেস্ট

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি ঘোষণামার্চেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সময় সূচি ঘোষণা করা হয়েছে।  যেই সিরিজে শততম টেস্ট খেলবে টাইগাররা।

২০১৩ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ। সেবার তিন ফরম্যাট মিলিয়ে একটি মাত্র ম্যাচ জিতেছিল মুশফিকরা।  গত কয়েক বছরে বাংলাদেশ অনেক উন্নতি করায় শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটি কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে।  একই সঙ্গে এই সিরিজেই শততম টেস্টের মাইলফলক পূরণ করবে বাংলাদেশ।  দ্বিতীয় টেস্টেই পূরণ হবে সেটি।  তার আগে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৭ থেকে ১৯ মার্চের পর টেস্ট সিরিজ শেষ হলে ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ মার্চ থেকে ১ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে সফরকারীরা। ওয়ানডে শেষে ৪ ও ৬ এপ্রিল দুটি টি-টোয়েন্টি দিয়ে ৪০ দিনের সফর শেষ করবে মাশরাফি-মুশফিকরা।

শ্রীলঙ্কা সফরের সূচি

দুই টেস্ট

দুই দিনের প্রস্তুতি ম্যাচ- ২-৩ মার্চ (মরাটুয়া ক্রিকেট স্টেডিয়াম)

প্রথম টেস্ট- ৭-১১ মার্চ (গল)

দ্বিতীয় টেস্ট- ১৫-১৯ মার্চ (কলম্বো)

তিন ওয়ানডে

প্রস্তুতি ম্যাচ-২২ মার্চ (কলম্বো)

প্রথম ওয়ানডে- ২৫ মার্চ (ডাম্বুলা, দিবা-রাত্রি)

দ্বিতীয় ওয়ানডে- ২৮ মার্চ (ডাম্বুলা, দিবা-রাত্রি)

তৃতীয় ওয়ানডে- ১ এপ্রিল (এসএসসি)

দুই টি-টোয়েন্টি

প্রথম টি-টোয়েন্টি- ৪ এপ্রিল (আরপিআইসিএস)

দ্বিতীয় টি-টোয়েন্টি- ৬ এপ্রিল (আরপিআইসিএস)

/আরআই/এফআইআর/