অধিনায়কত্ব নিয়ে সংশয়ে মিসবাহ, আগ্রহ ইউনুসের

মিসবাহ ও ইউনুসঅধিনায়কত্ব করবেন না ছেড়ে দেবেন সেই সিদ্ধান্ত মিসবাহ উল হকের উপর ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু এখনও দোটানায় বর্তমান টেস্ট অধিনায়ক। তবে ভবিষ্যত নিয়ে তার পরিকল্পনা কী সেটা জানতে অপেক্ষা করছে বোর্ড। আর মিসবাহ যদি অধিনায়ক না থাকেন তাহলে তার উত্তরসূরি হওয়ার আগ্রহ জানিয়েছেন আরেক সিনিয়র ইউনুস খান।

অধিনায়কত্ব ছেড়ে দিলে আর খেলবেন কি না সেটা নিয়েই বেশি ভাবছেন মিসবাহ। পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেছেন, ‘ফেব্রুয়ারির শুরুতে  আমি যখন শেষবার দুবাইতে তার (মিসবাহ) সঙ্গে দেখা করলাম তখন সে তার ভবিষ্যত পরিকল্পনা জানাতে সময় চেয়েছিল। এখন যে কোনও সময় ও আমাদের সঙ্গে দেখা করলে শুনব। যদি সে খেলে যেতে চায় আমি বিষয়টি বোর্ডে আমার সহযোগীদের সামনে তুলে ধরব।’

সম্প্রতি দুবাইয়ে মিসবাহ জানান, ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলবেন তিনি। তবে অধিনায়ক না খেলোয়াড় হিসেবে সেটা নির্বাচক ও বোর্ডের উপর ছেড়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারব। যদিও আমার মনে এখনও চূড়ান্ত ভাবনা আসেনি।’

অন্যদিকে অধিনায়কত্বের বীজ বোনা শুরু করে দিয়েছেন পাকিস্তানের দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার ইউনুস, ‘যদি প্রস্তাব আসে তবে অবশ্যই বিবেচনা করব।’ প্রথম পাকিস্তানি হিসেবে ১০ হাজার রান থেকে ২৭ রান দূরে অভিজ্ঞ এ ব্যাটসম্যান। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এ কীর্তির হাতছানি তার সামনে। তবে ওই মাইলফলকে গিয়েই ক্যারিয়ার শেষ করবেন না জানালেন ৩৯ বছর বয়সী, ‘আমি অবসর নিতে চাই না কারণ ক্রিকেটাকে উপভোগ করছি। এখনও রানের জন্য অনেক ক্ষুধা আছে। এমনকি ১০ হাজার রানের পরও আমি দলের জন্য খেলে যেতে চাই। আমি মনে করি না যে ফিট ও ফর্ম থাকা পর্যন্ত একজন খেলোয়াড়ের অবসর নেওয়া উচিত।’ সূত্র- নিউ ইন্ডিয়া এক্সপ্রেস

/এফএইচএম/