নাঈম-নাজমুলের সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের লিড

নাঈম-নাজমুলের সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের লিডদুই মিডল অর্ডার ব্যাটসম্যান নাঈম ইসলাম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ২৪১ রানের লিড পেয়েছে বিসিবি উত্তরাঞ্চল।

৬৩ রানে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শুরু করে বিসিবি উত্তরাঞ্চল। আগের দিনে ১৭ রানে অপরাজিত থাকা জুনায়েদ সিদ্দিক ৪১ রানে ফিরে গেলেও সেঞ্চুরি পূর্ণ করেছেন নাঈম ইসলাম। দ্বিতীয় দিন শেষে নাঈম ১৩৩ রানে অপরাজিত আছেন। ২৭৫ বলে ১৯ চার ও এক ছক্কায় তিনি তার ইনিংসটি সাজিয়েছেন।

এই দিন তরুণ অলরাউন্ডার নাজমুল হোসেন শান্তও পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় প্রথম শ্রেণির সেঞ্চুরি। শরিফউল্লাহর বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১২৩ রানের ইনিংস খেলেছেন তিনি।

এই দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত বিসিবি উত্তরাঞ্চল ৬ উইকেট হারিয়ে ৪২২ রান সংগ্রহ করেছে। এই দুইজন ছাড়া অন্য ব্যাটসম্যানদের মধ্যে ধীমান ঘোষ অপরাজিত ৬৪, জুনায়েদ সিদ্দিক ৪১ ও জহিরুল ইসলাম ৩৫ রানের ইনিংস খেলেছেন।

ওয়ালটন মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে শাহাদাত হোসেন ও শরীফউল্লাহ সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ শরীফ ও মোশাররফ হোসেন নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে রবিবার প্রথম দিনে মধ্যাঞ্চলের ব্যাটিং ব্যর্থতায় দিন শেষ হয়। সানজামুল ও ফরহাদ রেজার বোলিং তোপে পড়ে ১৮১ রানেই অলআউট হয় মধ্যাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেছেন সাইফ হাসান। এছাড়া তাইবুর রহমান ৪০, মেহরাব হোসেন জুনিয়র ২৬ রান করেছেন।

উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে ভয়ঙ্কর ছিলেন সানজামুল হক। তিনি ৪৫ রান খরচায় ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া ফরহাদ রেজা নিয়েছেন তিনটি উইকেট।

/আরআই/