বাংলাদেশের বিপক্ষে টেস্টে অধিনায়ক হেরাথ

254778বাংলাদেশের বিপক্ষে টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন রঙ্গনা হেরাথ।ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলা আরেক বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারা তার সঙ্গে দলে যোগ দেবেন, এমনটা ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

এখন পর্যন্ত দলের বিস্তারিত কেবল এতটুকুই। যদিও দলের বাকি অংশ জানানো হয়নি। আশা করা যাচ্ছে মঙ্গলবার নির্বাচকদের সভা শেষে পুরো দল প্রকাশিত হবে।

অ্যাঞ্জেলো ম্যাথুসের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে শুরুতে দিনেশ চান্দিমাল ও উপুল থারাঙ্গার নাম  শোনা যাচ্ছিল। হেরাথও এগিয়ে ছিলেন। আর তাকেই দেওয়া হলো নেতৃত্ব। গত অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সফরে শ্রীলঙ্কাকে ২-০ তে সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন হেরাথ। ১৫.১০ গড়ে সিরিজে নিয়েছিলেন ১৯ উইকেট।

বাঁহাতি স্পিনারের প্রয়োজন আছে বলেই ২৯ বছর বয়সী পুষ্পকুমারাকে নেওয়া হয়েছে জানায় বোর্ড। হেরাথের সঙ্গে দ্বিতীয় বাঁহাতি হিসেবে যোগ দেবেন তিনি। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/