ড্রয়ের পথে পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ

BCL20170125110941জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে পিছিয়ে আছে দক্ষিণাঞ্চল। স্কোরবোর্ড বলে দিচ্ছে কোনোভাবেই দক্ষিণাঞ্চলের পক্ষে ফলাফল যাওয়া সম্ভব নয়।

এমনকি শেষদিন তিন সেশনে দক্ষিণাঞ্চলকে লিড নিতে না দিয়ে তাদের ১০টি উইকেট তুলে নিলে জয় পেতে পারে পূর্বাঞ্চল। কিন্তু তিন দিন শেষে সমীকরণ যেমন, তাতে করে ম্যাচটি ড্রয়ের সম্ভাবনাই বেশি।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৯ রান করেছে দক্ষিণাঞ্চল। বুধবার পুরো দিনটি কাটিয়ে দিতে পারলে ম্যাচটি বাঁচানো সম্ভব তাদের।

আগে ব্যাটিং করে দক্ষিণাঞ্চল ইমরুলের ১৩৬ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ২৯৬ রানের সাদামাটা সংগ্রহ দাঁড় করায়। জবাবে পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫২৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে সর্বোচ্চ ১৩৭ রান করেন আফিফ হোসেন। এছাড়া তাসামুল হক ৯৮, অলক কাপালী ৬৬, রাহাতুল ফেরদৌস ৬০ ও সাইফউদ্দিন ৫০ রান করেন।

২২৭ রানে পিছিয়ে থেকে দক্ষিণাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। দিনশেষে ২৯ রান নিয়ে দুই ওপেনার এনামুল হক (২৩*) ও ফজলে মাহমুদ (৪*) অপরাজিত আছেন।

/আরআই/এফএইচএম/