আইসিসির ‘অস্থায়ী’ চেয়ারম্যান মনোহর

শশাঙ্ক মনোহর।অনেকটা আচমকাই আইসিসি চেয়ারম্যানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শশাঙ্ক মনোহর। ১৫ মার্চ সেই ঘোষণা দেওয়ার পর আরেকবার মোড় নিলো পরিস্থিতি! আপাতত ‘অস্থায়ী’ ভিত্তিতে এই দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন স্বাধীনভাবে নির্বাচিত সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান।

ফের তার পদে দায়িত্ব নেওয়ার পেছনে রয়েছে তিন মোড়লের আধিপত্য নিয়ে রচিত-নয়া সংবিধান। জানা গেছে, আইসিসি বোর্ডই তাকে অনুরোধ করেছে নতুন সংবিধান পাস হওয়া পর্যন্ত এই দায়িত্ব চালিয়ে যেতে। বিশেষ করে রাজস্ব ভাগাভাগির বিষয়টিকেই জোর দিয়েছে এই বোর্ড। কারণ আগামী এপ্রিলে বার্ষিক সভায় রাজস্ব ভাগাভাগির নতুন মডেল ভোটের ভিত্তিতে পাস হওয়ার কথা। যেই সংবিধানে আপত্তি ছিল তিন মোড়লের এক মোড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।

মনোহর নিজের দায়িত্ব চালিয়ে যাওয়ার পেছনে কারণ ব্যাখ্যা করেছেন এভাবে, ‘পরিচালকদের অনুভূতিকে আমি সম্মান করছি। তারা যেভাবে আমার প্রতি বিশ্বাস রেখেছেন, তাতে আমি নতুন এই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি আগের সিদ্ধান্ত বদলাইনি। ব্যক্তিগত কারণে আমি এই পদ ছাড়ার পক্ষেই রয়েছি।’

অবশ্য মনোহরের পদত্যাগ ঘোষণার পরই রহস্য সৃষ্টি হয়েছিল। অনেকেই মনোহরের পদত্যাগের কারণ হিসেবে নতুন সংবিধানকে দায়ী করেছিল। যদিও বিষয়টিকে নাকচ করে দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান।  

/এফআইআর/