হঠাৎই আফ্রিদির পেশাওয়ার জালমি ছাড়ার ঘোষণা

পেশাওয়ার জালমির জার্সিতে আফ্রিদিপাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে পারেননি চোটের কারণে। শহীদ আফ্রিদির দল পেশাওয়ার জালমি অবশ্য জিতেছে শিরোপা। হলুদ জার্সিতে শিরোপা উদযাপনের ঘোর কাটতে না কাটতেই আচমকা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টুইটার’-এ পেশাওয়ার জালমি ছাড়ার ঘোষণা দিয়েছেন আফ্রিদি। শুক্রবার তিনি টুইটারের মাধ্যমে জানিয়েছেন, পেশাওয়ারে আর খেলতে চান না, মিশন এখন তার নতুন দলের হয়ে লড়াই করার। পিএসএলের দলটির শুধু খেলোয়াড়ই নন আফ্রিদি, প্রেসিডেন্টের পদটাও তার। দল ছাড়ার সঙ্গে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথাও উল্লেখ করেছেন টুইটটিতে। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা আফ্রিদির টুইটটা এমন, ‘এক দলের হয়ে শিরোপা জিতলাম, এখন সময় অন্য দলের হয়ে মিশনে নামার।’ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে লিখেছেন টুইটের পরের অংশে, ‘ব্যক্তিগত কারণে পেশাওয়ার জালমির প্রেসিডেন্ট ও খেলোয়াড় হিসেবে আমি আর কাজ না করার ঘোষণা দিচ্ছি।’

দল ছাড়ার ঘোষণা দেওয়ার সঙ্গে জালমি ও ভক্তদের প্রতি শুভকামনাও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক, ‘পেশাওয়ার জালমির সঙ্গে শুভকামনা রইল আমার পেশাওয়ার ভক্তদের, আমি জানি তারা আমার সঙ্গেই থাকবেন, তা আমি যেখানেই যাই না কেন।’

আফ্রিদির এই ‘হঠাৎ’ সিদ্ধান্ত কিছুতেই বুঝতে পারছেন না পেশাওয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। বিষয়টি নিয়ে আফ্রিদির সঙ্গে কথা বললেন তিনি, ‘টুইটটা পড়ার পর সবার মতো আমিও বিস্মিত। কিছুই বুঝতে পারছি না, আর এই বিষয়টা সম্পর্কে আমি একেবারেই জানি না। তবে অবশ্যই অন্য কোনও মন্তব্য আসার আগে তার সঙ্গে আমি কথা বলব।’ ক্রিকইনফো

/কেআর/