গাজী গ্রুপের দাপুটে জয়

হাফসেঞ্চুরি উদযাপন করছেন এনামুলভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এ জয়ে শুরুতে ভূমিকা ছিল ভারত থেকে উড়িয়ে আনা পারভেজ রসূলের। তিনি চার উইকেট নিয়ে ভিক্টোরিয়ার মেরুদণ্ড ভেঙে দেন। এর পর গাজী গ্রুপের ওপেনার এনামুল হক বিজয় ও জহুরুল ইসলামের হাফসেঞ্চুরিতে ৩১.২ ওভারেই জয় পায় গাজী গ্রুপ।

টসে জিতে আগে ব্যাটিং করা ভিক্টোরিয়া ডানহাতি অফ স্পিনার রসূলের ঘূর্ণিতে ৪৮.৪ ওভারে ১৭৭ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান এসেছে উত্তম সরকারের ব্যাটে। এছাড়া সাইফুল হায়াত হৃদয় ২৬ ও আবু সায়েম অমি ১৯ রান করেছেন।

গাজী গ্রুপের বোলারদের মধ্যে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন  রসূল। তিনি ১০ ওভারে ২৮ রান দেন। এছাড়া আলাউদ্দিন বাবু ও আবু হায়দার রনি প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

১৭৮ রানের জবাবে খেলতে নেমে শুরুটা অসাধারণ করে গাজী গ্রুপ। দুই ওপেনার এনামুল ও জহুরুল মিলে ১০১ রানের জুটি গড়েন। এনামুল ৫০ রানে মঈনুল ইসলামের শিকারে পরিণত হয়। এর কিছুক্ষণ পর আরও ৬ রান যোগ করে জহুরুলও ফিরে যান ব্যক্তিগত ৫২ রানে। বাকি কাজ সারেন মুমিনুল হক ও নাসির হোসেন। মুমিনুল ৩০ ও নাসির ৪১ রানে অপরাজিত ছিলেন।

ভিক্টোরিয়ার হয়ে একটি করে উইকেট নিয়েছেন মঈনুল ইসলাম ও আরাফাত সানি জুনিয়র।

/আরআই/এফএইচএম/