এক ম্যাচ খেলেই বাদ সাকিব

সাকিব আল হাসান৫ ম্যাচ পর হয়েছিল অপেক্ষার অবসান। বাংলাদেশের ক্রিকেট-ভক্তরা আইপিএলের দশম আসরে প্রথমবার মাঠে দেখতে পেয়েছিলেন সাকিব আল হাসানকে। গুজরাট লায়ন্সের বিপক্ষে তাকে প্রথমবার একাদশে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরের ম্যাচেই আবার বাদ পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার।

রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা। বৃষ্টির কারণে ইডেন গার্ডেন্সে প্রায় ৪৫ মিনিট পর টস করতে নামেন দুই দলের অধিনায়ক বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। টস জিতে ফিল্ডিং নেন কোহলি। কিন্তু বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিলেন গম্ভীরের বক্তব্য শোনার জন্য। হতাশ করেছেন তিনি। দলে কোনও পরিবর্তন আছে কিনা প্রশ্নে কলকাতা অধিনায়ক বলেন, ‘কলিন ডি গ্র্যান্ডহোমকে ফেরানো হয়েছে সাকিবের জায়গায়।’

গত শুক্রবার সাকিবের ফেরার ম্যাচে গুজরাটের কাছে ৪ উইকেটে হেরেছিল কলকাতা। আইপিএলে এটি ছিল তাদের দ্বিতীয় হার। দলের মতো ওই দিন নিষ্প্রভ ছিলেন সাকিবও। কলকাতার ইনিংসের শেষ বলে ক্রিজে নামার সুযোগ পেয়ে ১ বলে করেন ১ রান। বল হাতে ছিলেন চরম ব্যর্থ। ৩ ওভার বল করে ৩১ রান দেন, উইকেট সংখ্যা শূন্য। ৭টি ‘ডট’ বল দিলেও ৫টি চার ও ১টি ছক্কা হজম করতে হয়েছিল তাকে। সেজন্যই হয়তো পরের ম্যাচে আবার মাঠের বাইরে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক! সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/এএআর/