নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফি দলে ম্যাকক্লেনাঘান-মিলনে

মিলনে ও ম্যাকক্লেনাঘানমাইক হেসনের বিশ্বাস, দলে ডাক পাওয়ার জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে সম্ভাব্য সব কিছু করেছে তিন খেলোয়াড়। ফাস্ট বোলার মিচেল ম্যাকক্লেনাঘান ও অ্যাডাম মিলনে এবং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে চ্যাম্পিয়নস ট্রফি দলে রাখার কারণ এভাবে জানালেন নিউজিল্যান্ডের কোচ।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে নিজেদের ফিটনেসের প্রমাণ দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মিলনে, মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাকক্লেনাঘান ও দিল্লি ডেয়ারডেভিলসের অ্যান্ডারসন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি ম্যাকক্লেনাঘান ও মিলনে।

মিলনে দুটি ম্যাচেই পুরো ৪ ওভার করে বল করেছেন। ৮.৭৫ ইকোনমি রেটে নিয়েছেন ৩ উইকেট। আর গত মৌসুমের মতো এবারও দুর্দান্ত ম্যাকক্লেনাঘান। ২৮ ওভার বল করে ৮.৬৭ ইকোনমি রেটে ১২ উইকেট তার। তবে অ্যান্ডারসন খুব বেশি দায়িত্ব পালন করতে পারেননি বল হাতে। দুই ইনিংসে সব মিলিয়ে ৪ ওভার বল করেছেন। এছাড়া প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে বোলিং করে ফিট হয়েছেন এ পেসার।

নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির দল সাজিয়েছে পাঁচজন ব্যাটসম্যান, চার পেস বোলার, তিন সিম-বোলিং অলরাউন্ডার, দুই স্পিনার এবং নিয়মিত উইকেটরক্ষক দিয়ে। উইকেটের পেছনে নিয়মিত লুক রঙ্কির ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে টম ল্যাথামকে।

আগামী ২ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে নিউজিল্যান্ড। পরের দুটি ম্যাচ ৬ ও ৯ জুন, প্রতিপক্ষ ইংল্যান্ড ও বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে কিউইরা। ওই দল থেকে কয়েকজনকে বাদ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশনে নামবে তারা।
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, জিতান প্যাটেল, কোরি অ্যান্ডারসন, টম ল্যাথাম, লুক রঙ্কি (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, মিচেল ম্যাকক্লেনাঘান, মিচেল স্যান্টনার, নেইল ব্রুম, অ্যাডাম মিলনে, টিম সাউদি, কলিন ডি গ্রান্ডহোম, জিমি নিশাম ও রস টেলর।

/এফএইচএম/