সাম্পাওলিকেই আনতে যাচ্ছে আর্জেন্টিনা

সাম্পাওলিতিনদিন আগেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া জানান, আর্জেন্টিনার প্রধান কোচ চূড়ান্ত হয়ে গেছে। বাকি কেবল আনুষ্ঠানিকভাবে ঘোষণা। যদিও প্রার্থীর নাম জানাননি এএফএ’র নতুন প্রধান। কোচ নির্বাচন প্রক্রিয়ায় সর্বশেষ খবরে তাপিয়া বৃহস্পতিবার বলেছেন, এদগার্দো বাউসার উত্তরসূরি হিসেবে তাদের একমাত্র প্রার্থী হোর্হে সাম্পাওলি।

তাহলে কি আর্জেন্টিনাকে খাদের কিনারা থেকে তোলার দায়িত্ব নেবেন সেভিয়ার বর্তমান কোচ? কিন্তু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিষয়টি ধোঁয়াশাই রেখে দিলেন। চিলিকে কোপা আমেরিকা জেতানো সাম্পাওলি এখন স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আছেন। দলটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে দেওয়ার মিশনে আছেন তিনি। ২০১৮ সাল পর্যন্ত সেভিয়ার সঙ্গে তার বর্তমান চুক্তি। আর এ চুক্তিটাই আর্জেন্টিনার কোচ হওয়ার জন্য একমাত্র বাধা। এমনটাই মনে করছেন তাপিয়া।

বাউসা বরখাস্ত হওয়ার পর থেকে সাম্পাওলির নাম শোনা যাচ্ছে জোরেশোরে। তাপিয়াও জানালেন তাদের একমাত্র পছন্দের কথা, ‘আমি নিশ্চিত করছি যে সাম্পাওলি আমাদের একমাত্র প্রার্থী। আমরা তার সেভিয়া ছাড়া নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি।’

দুই পক্ষের মধ্যে এখনও আলাপ আলোচনা শুরু হয়নি। তবে সাম্পাওলির খুব কাছের একজন সেবাস্তিয়ান বেকাচেচে (চিলির সহকারী কোচ) বিশ্বাস করেন, সাম্পাওলির স্বদেশে ফেরাটা এখন সময়ের ব্যাপার। সূত্র- গোলডটকম

/এফএইচএম/