শামসুরের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানের জয়

শামসুরের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানের জয়বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল মোহামেডান ও ভিক্টোরিয়া। আর সেই ম্যাচটিই আচমকা বৃষ্টির কারণে কমিয়ে আনা হয় ৪০ ওভারে। ম্যাচটি সহজেই জিতেছে মোহামেডান। ভিক্টোরিয়ার দেওয়া ১৫৫ রান তারা তিন উইকেট হারিয়ে পার করে ফেলে। হাতেও ছিল দশ ওভার। ৫ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মোহামেডান।

রবিবার বৃষ্টির কারণে বিকেএসপির ফ্ল্যাট উইকেট হয়ে ওঠে স্পিন স্বর্গ। মোহামেডানের অধিনায়ক তার স্পিনারদের জন্যই সুযোগটা তৈরি করে দেন। উইকেটে এমনই টার্ন ছিল যে ব্যাটসম্যান শামসুরও বল হাতে তুলে নেন দুটি উইকেট। ব্যাট হাতে ৭৪ রান এবং বল হাতে দুই উইকেটের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও উঠে তার হাতে।

শুরুতে টস জিতে ভিক্টোরিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মোহামেডান অধিনায়ক রকিবুল হাসান। আগে ব্যাটিং করা মোহামেডান দুই স্পিনার তাইজুল ইসলাম ও এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে পড়ে ৪০ ওভারে ১৫৪ রান তুলতেই অলআউট হয়ে যায়।

ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন ওপেনার রুবেল মিয়া। এনামুলের বলে বোল্ড হওয়ার আগে খেলেছেন ৪২ রানের ইনিংস। এছাড়া মঈনুল ইসলাম ২৭ ও রবিন বাসিত খেলেছেন ২১ রানের ইনিংস।

মোহামেডানের হয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৩৭ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। এছাড়া এনমুল হক জুনিয়র তিনটি এবং শামসুর রহমান দুটি করে উইকেট নিয়েছেন।

জয় পেলেও ১৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মোহামেডান। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার সৈকত আলী। তবে শামসুর রহমান ও রকিবুল হাসান মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। রকিবুল ব্যক্তিগত ২০ রানে ফিরে গেলে মিডল অর্ডার ব্যাটসম্যান অভিষেক মিত্র ক্রিজে নামেন। বাকি সময়ে শামসুর ও অভিষেক মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। এই সময়েই শামসুর চলতি লিগের প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। ৭৪ বলে ৭ চার ও ২ ছক্কায় তিনি তার অপরাজিত ৭৬ রানের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া অভিষেক ৩৯ রানে অপরাজিত থাকেন।

ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে মাহবুবুল আলম, মঈনুল ইসলাম ও মনির হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/