বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ সোমবার

সাসেক্সে অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররাইংল্যান্ডে গ্রীষ্মকালের ঠাণ্ডাও বাংলাদেশের হাড় কাঁপানো শীতের চেয়ে কম নয়। তাই ‘সামার’ হলেও তীব্র ঠাণ্ডার মধ্যেই অনুশীলন করতে হচ্ছে বাংলাদেশ দলকে। টানা তিন দিন অনুশীলনের পর সোমবার প্রথম প্রস্তুতি  ম্যাচ খেলবে টাইগাররা। সাসেক্সের অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ডিউক অব নরফোক একাদশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দেশে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। তাই সাসেক্সে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক। আইপিএলের কারণে ভারতে থাকায় দলের সঙ্গে নেই সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানও। দুজনেরই ৫ মে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। অন্যদিকে মাশরাফি ফের দেশ ছাড়বেন ৫ অথবা ৬ মে।  

সাসেক্সে ১০ দিনের ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ দল। সেখানে  একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১২ মে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাশরাফির দলের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ডাবল লিগ ভিত্তিক টুর্নামেন্টে ১৯ মে  আয়ারল্যান্ড ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে ফিরবেন মাশরাফি-সাকিবরা। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে দুটি ম্যাচ খেলবেন তারা। দুটো ম্যাচই ভীষণ কঠিন-২৭ মে পাকিস্তান ও ৩০ মে প্রতিপক্ষ ভারত।

১ জুন ওভালে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফির দল। ৫ জুন ওভালেই টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ তৃতীয় ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, ৯ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে। 

/আরআই/এএআর/