মনিরের হ্যাটট্রিকের পরও ভিক্টোরিয়ার হার

মনির হোসেনঢাকা প্রিমিয়ার ডিভিশনের প্রথম পর্বের শেষ ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অধিনায়ক মনির হোসেনের দুর্দান্ত বোলিং পারফরম্যান্স সত্ত্বেও তাদের বিপক্ষে হেরে গেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মাত্র ২৩৬ রানের লক্ষ্যে নেমেও ১ রানে হারতে হয়েছে তাদের।

অবশ্য মনিরের স্পিনে নাকানিচুবানি না খেলে ব্রাদার্সের স্কোরবোর্ডটা হতে পারত আরও শক্তিশালী। বাঁহাতি এ স্পিনার হ্যাটট্রিক করে ব্রাদার্সকে ২৩৫ রানে গুটিয়ে দেয়। ভিক্টোরিয়ার অধিনায়ক মনির দলীয় ৪৮তম ওভারের শেষ ২ বলে ও শেষ ওভারের প্রথম বলে উইকেট তুলে নেন। তার আগে ব্রাদার্সের সর্বোচ্চ ইনিংসের মালিক মনবিন্দর বিসলা (৭৮) ও অধিনায়ক অলক কাপালির (৩৫) উইকেট নেন।

মনির ৯.১ ওভারে ৩৮ রান দিয়ে ৫ উইকেট পান। এছাড়া মাহবুবুল আলম ৩ ও মঈনুল ইসলাম ২টি উইকেট নেন।

ব্যাটিংয়ে ব্রাদার্স ও ফিল্ডিংয়ে ভিক্টোরিয়াভিক্টোরিয়ার অধিনায়ক বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তবে ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত চেষ্টা করেও সফল হননি। ৯ উইকেটে তারা থামে ২৩৪ রানে। সব ব্যাটসম্যান ছোটখাটো অবদান রেখেছেন। তবে শেষ ওভারে ৯ রানের দরকার হলেও ৭ রানের বেশি করতে পারেনি ভিক্টোরিয়া। বরং শেষ ২ বলে দুটি উইকেট হারিয়ে জয় হাতছাড়া করে তারা।

ভিক্টোরিয়ার সেরা ব্যাটসম্যান উত্তম সরকার (৪৯)। মঈনুল করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান।

১০ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা ব্রাদার্সের বিসলা।

১১ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে ভিক্টোরিয়া। আর পঞ্চম জয়ে এবারের আসর শেষ করল ব্রাদার্স।

/এফএইচএম/