তরুণ ক্রিকেটারদের অনুশীলন শুরু

 

ফিটনেস পরীক্ষা দিচ্ছেন এক ক্রিকেটারআগামী মাসের শেষ দিকে ভারতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টুর্নামেন্টের সম্ভাব্য তৃতীয় দল  শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্যে এক মাস আগে অনুশীলন শুরু করেছেন তরুণ ক্রিকেটাররা। তাদের তত্ত্বাবধান করছেন কোচ আব্দুল করিম জুয়েল।

সোমবার সকালে মিরপুরের ক্রিকেট একাডেমিতে প্রথম দিনের মতো অনুশীলন করেছে যুব দল। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা তিন ক্রিকেটার আছেন এই দলে। সাইফ হাসান, আব্দুল হালিম ও পিনাক ঘোষের উপস্থিতি দলে ভারসাম্য এনে দিয়েছে।

এক ‘শিষ্য’কে পরামর্শ দিচ্ছেন কোচ আব্দুল করিম জুয়েলএদিন ‘শিষ্য’দের স্কিল অনুশীলনের চেয়ে ফিল্ডিং ও রানিংয়ের ওপর বেশি জোর দিয়েছেন কোচ জুয়েল। একাডেমির দুই প্রান্তের উইকেটে কিছুক্ষণ ব্যাটিং আর বোলিং অনুশীলনও করিয়েছেন তিনি।

গত বিশ্বকাপে ২২ গজে বল হাতে আলো ছড়ানো আব্দুল হালিম প্রথম দিনের অনুশীলন শেষে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বর্তমান দলটা ব্যালান্সড। শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলার পর থেকেই দলটা ব্যালান্সড হয়ে উঠেছে। আমাদের দলের কয়েকজন প্রথম বিভাগ আর প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে। তাদের বেশিরভাগই ভালো পারফর্ম করেছে। চলমান ক্যাম্পের মাধ্যমে আমাদের খেলার মান আরও বাড়বে বলে আশা করি।’

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে ১২ জন ব্যাটসম্যান, ৩ জন উইকেটকিপার, ৪ জন স্পিনার ও ৬ জন পেসার।

অনুশীলনের ফাঁকে একটু হাসি-ঠাট্টাক্যাম্পে ডাক পাওয়া ২৫ ক্রিকেটার: সাইফ হাসান, সজিব হোসেন, পিনাক ঘোষ, নাঈম শেখ, মোহাম্মদ জালাল উদ্দিন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, রায়হান রাফসান রায়হান, শামীম হোসেন পাটোয়ারী, হাবিবুর রহমান মারুফ, মোহাম্মদ রকিব, মাহিদুল ইসলাম, ভূঁইয়া অঙ্কন, শাকিল হোসেন, মনির হোসেন, সাইদুল ইসলাম প্রামাণিক, নাঈম হাসান, সাখাওয়াত হোসেন, কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হালিম, হাসান মাহমুদ, রবিউল হক।

/আরআই/এএআর/