প্রথম শ্রেণির ক্রিকেটকেও বিদায় বললেন সাঙ্গাকারা

23sangasurreyজাতীয় দলের পোশাক তুলে রেখেছিলেন আগেই। শুধুমাত্র প্রথম শ্রেণির ক্রিকেট ও সংক্ষিপ্ত ফরম্যাটের টি-টোয়েন্টি লিগে খেলে যাচ্ছিলেন। এবার লংগার ভার্সনের ক্রিকেটকেও বিদায় বলে দিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। বর্তমানে কাউন্টি দল সারের হয়েই খেলছিলেন। আর সেখানেই সাঙ্গা জানালেন, এই মৌসুমে সেপ্টেম্বরের পরই চার দিনের ক্রিকেট কেও বিদায় বলে দেবেন ৩৯ বছর বয়সী তারকা।

প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা সাঙ্গাকারা এভাবেই বিদায় জানালেন কাউন্টি ক্রিকেটকে, ‘চারদিনের খেলা এবারই শেষবারের মতো খেলছি। কয়েকমাস পরই আমি ৪০-এ পা রাখবো। আর আমি মনে করছি কাউন্টি ক্রিকেটকে বিদায় দেওয়ার এটাই সঠিক সময়।’

আগেই জাতীয় দলের ক্রিকেট থেকে অবসরে যাওয়া এই তারকা আরও জানালেন, ‘আমার মনে হয় ক্রিকেটার বা যে কোনও ক্রীড়াবিদের মেয়াদ শেষের নির্দিষ্ট সময় থাকে। আর সেটা যখন আসে তখন সরে যেতেই হয়। আর আমি খুবই ভাগ্যবান যে অনেক দিন ধরেই খেলার সুযোগ পেয়েছি। তবে খেলার বাইরেও জীবনে অনেক কিছু পাওয়ার আছে।’

লংগার ভার্সনকে বিদায় বলে দিলেও টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচগুলো খেলবেন সাঙ্গাকারা। ২০১৫ সালে সারে তে যোগ দেওয়া সাঙ্গাকারা এখনও ২২ গজে খেলে যাচ্ছেন দুর্দান্ত ফর্মেই। গতবার হাজার রানেরও বেশি করেছিলেন। এছাড়া কিছুদিন আগেই করেন দুটি সেঞ্চুরি। কিন্তু লংগার ভার্সনে আর খেলতে চাইছেন না শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান।

 

/এফআইআর/