জুলাইয়ে অস্ট্রেলিয়া সফরে যাবে ‘এ’ দল

জুলাইতে অস্ট্রেলিয়া সফরে যাবে ‘এ’ দলঅনেকদিন ধরেই ‘এ’ দল কিংবা হাইপারফরম্যান্স দলের বিদেশ সফর নেই। বাংলাদেশ ‘এ’ দল সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে খেলেছিল। এরপর কেটে গেছে দেড় বছর। দেশের বাইরে আর যাওয়া হয়নি পাইপলাইনে থাকা ক্রিকেটারদের। অবশেষে আগামী জুলাইয়ে ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

এ খবর জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। শুধু তাই নয়, এই সিরিজটির পর ‘এ’ দলের আরও কয়েকটি সফরের বন্দোবস্ত করা হবে জানালেন তিনি, ‘দলটির বিদেশ সফর নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। হাই পারফরম্যান্সের (এইচপি) অধীনেই ‘এ’ টিম হবে। জাতীয় দলের কিছু খেলোয়াড় হয়তো থাকবে।  জুলাইয়ে অস্ট্রেলিয়ার সফর দিয়েই শুরু হবে এই পরিকল্পনা। এরপর আরও কয়েকটি সফর আয়োজনের চেষ্টা চলছে।’

জাতীয় দলের ব্যাকআপ খেলোয়াড় প্রস্তুত রাখার জন্য ‘এ’ দলের নিয়মিত বিদেশ সফর জরুরি। ব্যাকআপ খেলোয়াড় তৈরির লক্ষ্যেই এখন থেকে নিয়মিত ‘এ’ দলের সফর হবে বলে জানালেন তিনি, ‘সবসময়ই আমরা ‘এ’ টিমকে খেলাতে চাই। কিন্তু যাদের বিপক্ষে খেলাব, তারা ফ্রি থাকে না বলেই আমরা খেলাতে পারি না।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘হঠাৎ করে কেউ চোট পেলে বা কেউ চলে গেলে স্থলাভিষিক্ত কারও প্রয়োজন হয়। সেই জায়গা যেন পূরণ করতে পারি এমন খেলোয়াড় নি্য়েই আমার দল গঠন করব।’

/আরআই/এফএইচএম/