মহিলা ক্রিকেট লিগে খুলনা চ্যাম্পিয়ন

 

খুলনার শিরোপা জয়ের উল্লাসকয়েক দিন ধরে সারা দেশের মতো রাজশাহীতেও প্রচণ্ড গরম। বৃষ্টির দেখা নেই। রবিবারের দুপুরটা অবশ্য স্বস্তি বয়ে আনল রাজশাহীর মানুষের মনে। বেলা তিনটার দিকে নামল বৃষ্টি। তবে তাতে কপাল পুড়ল রাজশাহীর নারী ক্রিকেট দলের, আর বৃষ্টি আইনে শিরোপা ঘরে তুলল খুলনা বিভাগ।

৮ম জাতীয় মহিলা ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ডাকওয়ার্থ/লুইস মেথডে ৪ রানে হারিয়েছে স্বাগতিক রাজশাহীকে। ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে খুলনার জয়ে বড় অবদান অধিনায়ক রুমানা আহমেদের। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।

খুলনার অধিনায়ক রুমানার স্কয়ার কাটটস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৪ রান  করে খুলনা। খুলনার পাশাপাশি জাতীয় দলেরও অধিনায়ক রুমানার ইনিংসটি সাজানো ছিল ১১টি চারে। এছাড়া আয়েশা রহমান ৩০ ও তাজিয়া আকতার ২৫ রান করেছেন। রাজশাহীর পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন লতা মণ্ডল ও একেএ মল্লিক। 

ট্রফি নিয়ে গর্বিত খুলনা দল২১৫ রানের লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল রাজশাহী। ৩৯.৪ ওভারে স্কোর যখন ৫ উইকেটে ১৫০ রান, তখনই নামে বৃষ্টি। এরপর আর খেলা হতে পারে নি। তাই ডি/এল মেথডে ৪ রানে জিতে যায় খুলনা। 

ফেরদৌসির অপরাজিত ৫৮ আর বৃষ্টি রায়ের ৩২ রানের দুটো ভালো ইনিংস কোনও কাজেই আসে নি স্বাগতিকদের। 

/আরআই/এএআর/