এক ম্যাচ জিতেই নিশ্চিন্ত খেলাঘর

 

image002ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষে সবচেয়ে নিচে থাকা তিন দলের সামনে রেলিগেশনের শঙ্কা ছিল। খেলাঘর সমাজ কল্যাণ সমিতি অবশ্য এক দিক দিয়ে এগিয়েছিল দুই প্রতিপক্ষের চেয়ে। খেলাঘর ৬ আর পারটেক্স স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ২ পয়েন্ট নিয়ে শুরু করেছিল অবনমন এড়ানোর লড়াই। রেলিগেশন লিগের প্রথম ম্যাচেই জয় পেয়ে খেলাঘর এখন নির্ভার, নিশ্চিন্ত।

সোমবার পারটেক্সকে সহজেই ৮ উইকেটে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকা নিশ্চিত করেছে খেলাঘর। তাই পারটেক্স ও ভিক্টোরিয়াকে আগামী মৌসুমে প্রথম বিভাগ লিগে খেলতে হবে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলা হয়েছে মাত্র ৪০.২ ওভার! বৃষ্টি নয়, ম্যাচের দৈর্ঘ্য এত কম হওয়ার কারণ পারটেক্স ব্যাটসম্যানদের ব্যর্থতা। অবশ্য খেলাঘরের স্পিনার তানভীর ইসলামের কৃতিত্বও কম নয়।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫.১ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে গেছে পারটেক্স। দুই অঙ্কের ঘরে রান করেছেন শুধু তিন জন-অধিনায়ক ইরফান শুকুর (২৭), নুরুজ্জামান মাসুম (১২*) ও জুবায়ের আহমেদ (১১)।

মাত্র ১৮ রানে ৬ উইকেট নিয়ে পারটেক্সের সর্বনাশ করেছেন তানভীর।

৭৪ রানের সহজ লক্ষ্যে পৌঁছাতে মাত্র ১৫.১ ওভার খেলতে হয়েছে খেলাঘরকে। দুই ওপেনার রবিউল ইসলাম রবি (৩৪) ও সালাউদ্দিন পাপ্পু (১৫) ফিরে আসার পর ২৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন অমিত মজুমদার।  

/আরআই/এএআর/