আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি দলে তামিম

সেঞ্চুরিয়ান তামিম (ফাইল ফটো)বাংলাদেশকে সেমিফাইনালে নিতে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান তামিম ইকবালের। তারই স্বীকৃতিতে আইসিসি ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফি দলে জায়গা পেলেন তিনি, একমাত্র বাংলাদেশি হিসেবে। একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে তামিম চার ম্যাচে করেছেন ২৯৩ রান।

রবিবার ভারতের বিপক্ষে পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার পরদিন আইসিসি এ প্রতিযোগিতার সেরা ১১ জন নিয়ে দল নির্বাচন করেছে। ফাইনাল খেলা দুই দলের ৭ জন আছেন এখানে।

চ্যাম্পিয়ন পাকিস্তানের থেকে চারজন- ফখর জামান, জুনাইদ খান, সরফরাজ আহমেদ ও হাসান আলী। এছাড়া ভারত ও ইংল্যান্ড থেকে বাছাই করা হয়েছে তিনজন করে। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন দলে আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। গ্রুপে বাদ পড়া শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কারও জায়গা হয়নি এ দলে।

পাকিস্তানকে প্রথম চ্যাম্পিয়নস ট্রফি জেতানো সরফরাজ দলটির অধিনায়ক।

আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি দল- শিখর ধাওয়ান, ফখর জামান, তামিম ইকবাল, বিরাট কোহলি, জো রুট, বেন স্টোকস, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আদিল রশীদ, জুনাইদ খান, ভুবনেশ্বর কুমার, হাসান আলী ও কেন উইলিয়ামসন (দ্বাদশ)। সূত্র- আইসিসি

/এফএইচএম/