অস্ট্রেলীয় ক্রিকেটে ঝামেলা মেটার ইঙ্গিত!

অস্ট্রেলীয় ক্রিকেটে ঝামেলা মেটার ইঙ্গিত!দেনা-পাওনা নিয়ে সৃষ্ট ঝামেলার হয়তো সমাধান মিলতে যাচ্ছে শিগগির। সেই লক্ষ্য নিয়েই সপ্তাহব্যাপী বৈঠকে বসছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ। গত কয়েক দিনের মতো আজ শুক্রবারও বৈঠকে বসেছিল দুই সংগঠনের প্রধান নির্বাহীরা। তাতেই ধারণা করা হচ্ছে, দুই সংগঠনের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।

যদিও নতুন সমঝোতা চুক্তি নিয়ে হওয়া এই বৈঠকের এখনও কিছু স্পষ্ট জানা যায়নি। তবে অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, সত্যিকার অর্থেই সমঝোতার বিষয়ে এগিয়েছে দুই পক্ষ।

তার প্রমাণ হিসেবে একটি বিষয়ে ছাড় দিয়েছে এসিএ। এত দিন তারা সমঝোতার বিষয়ে স্বাধীনভাবে মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়ার কথা বললেও সে বিষয়টি প্রত্যাহার করে নিয়েছে। তাতে বোঝাই যাচ্ছে দীর্ঘ দিন ধরে চলা অস্থিরতার সাময়িক অবসান হয়তো হচ্ছে। যার ফলে অস্ট্রেলিয়ার আসন্ন বাংলাদেশ সফরের আশা এখনও বেঁচে রয়েছে।

এদিকে আসন্ন বাংলাদেশ সফরে অসিদের ১৩ সদস্যের স্কোয়াডে বোলার যুক্ত করা নিয়ে ঝামেলায় রয়েছেন নির্বাচকরা। কারণ পায়ের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন পেসার মিচেল স্টার্ক। আর অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হওয়ায় স্টার্কের বদলি বেছে নেওয়ার সুযোগ থেকেও তারা বঞ্চিত। ‘এ’ দলের সফর হলে জ্যাকসন বার্ড, চ্যাড সেয়ার্স, জ্যাসন বেরেনড্রফ ও ক্রিস ট্রেমেইনের মধ্যে থেকে একজনকে চূড়ান্ত করতে পারতেন নির্বাচকরা। তাই এ নিয়ে ঝামেলাতেই রয়েছেন প্রধান নির্বাচক ট্রেভর হন্স, অন্যতম নির্বাচক গ্রেগ চ্যাপেল ও কোচ ড্যারেন লেম্যান। 

/এফআইআর/এএআর/