রোমেরোকে ২০২১ পর্যন্ত রেখে দিয়েছে ম্যানইউ

রোমেরোকে ২০২১ পর্যন্ত রেখে দিয়েছে ম্যানইউ২০১৫ সালের ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন সার্হিও রোমেরো। ইতালীয় ক্লাব সাম্পোরদিয়া ছেড়ে এসেই কোচ হোসে মরিনহোর সুনজরে পড়ে যান। এরপর থেকেই ভাগ্য খোলে তার। ইউরোপা লিগের ফাইনালে সেরা গোলকিপার ডেভিড ডি গিয়াকে বাদ দিয়ে গোল পোস্ট সামলাতে ভার দেওয়া হয় রোমেরোকে।

এবার চুক্তির ক্ষেত্রেও তাকে প্রাধান্য দিয়েছে ইংলিশ ক্লাবটি। রোমেরোকে ২০২১ সাল পর্যন্ত রেখে দিতে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানইউ।

দুই মৌসুমে ম্যানইউর হয়ে মাত্র ২৮বার খেলার সুযোগ পেয়েছেন রোমেরো। যদিও প্রিমিয়ার লিগে মাত্র ৬ ম্যাচেই খেলার সুযোগ পান ৩০ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। তারপরেও কেনও তার মেয়াদ বাড়ানোর পক্ষে ছিল ম্যানইউ? শোনা যাচ্ছে, ডি গিয়াকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ! আর তাতেই ক্লাব কর্তৃপক্ষ নতুন চুক্তির জন্যে উঠে পড়ে লাগে। বিবিসি।

/এফআইআর/