‘অস্ট্রেলিয়াকে হারিয়েও দিতে পারে বাংলাদেশ’

অস্ট্রেলিয়াকে হারানোর সংকল্প মুমিনুলেরগত বছর ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে ২২ রানে হেরে গেলেও মিরপুরে দ্বিতীয় ম্যাচে ১০৮ রানে ইংলিশদের ‍গুঁড়িয়ে দিয়েছিল টাইগাররা। সেই সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে আগামী মাসে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। আবার ঘরের মাঠে খেলা বলে টাইগাররা আশায় বুক বাঁধতেই পারে। দুই টেস্টের সিরিজটা নিয়ে মুমিনুল হকও দারুণ আশাবাদী। এমনকি অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্নও দেখছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এ পর্যন্ত চারটি টেস্ট খেলে চারটিতেই হেরেছে বাংলাদেশ। তবে তখন দু দলের মধ্যে ছিল বিস্তর ব্যবধান। টাইগাররা এখন অনেক পরিণত দল। আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্টের সিরিজে কি সাফল্য পাবে বাংলাদেশ? মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের এই প্রশ্নে মুমিনুলের জবাব, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজ ইংল্যান্ডের চেয়ে খানিকটা কঠিন হবে। সব দিক দিয়েই ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়া শক্তিশালী দল।’

তবে প্রতিপক্ষ যতই কঠিন হোক, নিজেদের সামর্থ্যের ওপরে পূর্ণ আস্থা আছে মুমিনুলের, ‘কয়েক বছর ধরে যেভাবে খেলছি, তাতে আমার বিশ্বাস আমরা সিরিজটা জিতেও যেতে পারি। ফল ১-১ হলেও মন্দ হয় না। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমাদের দুটি ম্যাচই জেতার সামর্থ্য রয়েছে। কারণ আগের চেয়ে আমাদের টেস্ট দল অনেক ভালো এখন।’

যদিও মুমিনুলের ধারণা, টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে, ‘এ বছরই ভারত সফর করেছিল অস্ট্রেলিয়া। তারা আমাদের উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে ভালোই পরিচিত। অস্ট্রেলিয়া জানে, এ ধরনের কন্ডিশনের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয়। আমাদের তাই সেভাবেই প্রস্তুত হতে হবে।’

অস্ট্রেলিয়ার অন্যতম শক্তি তাদের বোলিং আক্রমণ। এ বিষয়ে মুমিনুলের অভিমত, ‘ওদের পেস আর স্পিন বোলিং দু্টোই খুব ভালো। যে কোনও কন্ডিশনের সঙ্গে ওরা  মানিয়ে নিতে পারে। যে ধরনের উইকেটেই খেলি না কেন, আমি মনে করি ওদের বোলাররা আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে।’

/আরআই/এএআর/

আরও পড়ুন:

অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন মুমিনুল