এনামুল-রনিদের প্রশংসায় এইচপি দলের কোচ

অস্ট্রেলিয়া সফরে যাওয়া এইচপি দলদুই সপ্তাহের সাফল্যে ভরা সফর শেষে সোমবার রাতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে হাই পারফরম্যান্স বা এইচপি দল। পাঁচটি ওয়ানডে ও একমাত্র তিন দিনের ম্যাচের প্রতিটি জিতে দারুণ খুশি দলের কোচ সাইমন হ্যালমট। দেশে ফিরে শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

নর্দার্ন টেরিটরির ডারউইনে শুধু ম্যাচই খেলেনি, ক্যাম্পও করেছে এইচপি দল। সব কিছু ভালো মতো হওয়ায় হ্যালমট উচ্ছ্বসিত। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এই অস্ট্রেলিয়ান কোচ বলেছেন,  ‘এই সফরে কয়েক জনের পারফরম্যান্স ছিল দারুণ। নাজমুল হোসেন শান্ত, তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ভালো খেলেছে। ইরফান শুক্কুর সেঞ্চুরি পেয়েছে, তানভীর ম্যাচে পাঁচ উইকেট নিয়েছে। সব মিলিয়ে আমার দলের ছেলেরা ভালো ক্রিকেট খেলেছে।’

বিশেষ করে বাঁহাতি পেসার আবু হায়দার রনির প্রশংসায় পঞ্চমুখ হ্যালমট, ‘আমাদের বোলিং ছিল অসাধারণ। বিশেষ করে তিন দিনের ম্যাচে দারুণ বোলিং করেছে বোলাররা। রনি তো অসাধারণ বোলিং করেছে। সে-ই আমাদের প্রধান স্ট্রাইক বোলার। এবাদত হোসেনের পারফরম্যান্সেও আমি খুশি।’ জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয় আর লিটন দাসেরও  প্রশংসা করেছেন তিনি, ‘লিটন খুব ভালো খেলোয়াড়। বিজয়ও দক্ষ ক্রিকেটার। শান্ত তো সেঞ্চুরিও করেছে। ওদের মধ্যে অনেক গুণ আছে, ওরা জাতীয় দলের হয়েও খেলেছে।’

অবশ্য ব্যাটিং নিয়ে কিছুটা আক্ষেপ আছে এইচপি দলের কোচের,  ‘কয়েকজন শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি, যা খুব হতাশাজনক। নইলে ৫-৬টা সেঞ্চুরি হতে পারতো।’

তবে সব মিলিয়ে অস্ট্রেলিয়া সফর নিয়ে হ্যালমট তৃপ্ত, ‘সফরটা খুবই ভালো হয়েছে, আমরা দারুণ সুযোগ-সুবিধা পেয়েছি। আমি নিশ্চিত, ছেলেদের ফিটনেস ও ফিল্ডিংয়ে উন্নতি সবার চোখে ধরা পড়বেই। বোলাররাও একটানা বোলিং করে সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’

তরুণ ক্রিকেটারদের নিয়ে দারুণ আশাবাদী তিনি, ‘এই সফরে হার-জিত বড় কথা ছিল না। দেশের বাইরে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখাই ছিল মূল উদ্দেশ্য। ভিন্ন কন্ডিশনের সঙ্গে ছেলেদের পরিচিত করানোর জন্য এর চেয়ে ভালো সফর আর হতে পারে না। আমি মনে করি, ছেলেরা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তাদের ভবিষ্যত উজ্জ্বল।’

/আরআই/এএআর/