বুধবার অনুশীলনে ফিরবেন মাহমুদউল্লাহ

218779অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সামনে রেখে ফিটনেস ক্যাম্প চলছে বাংলাদেশের। মাশরাফি-মুশফিকরা সময় কাটাচ্ছেন অনুশীলনে। এরই মধ্যে রবিবার ছোটখাটো ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে কোমরের ইনজুরিতে পড়েছিলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ। অবশেষে তার সুস্থতার খবর মিলেছে। আগামীকাল বুধবার ক্যাম্পে যোগ দেবেন তিনি।

চোট পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেদিনই জানা গিয়েছিল, ইনজুরিটা গুরুতর নয়। তবু এই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে সতর্ক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয় মাহমুদউল্লাহকে। মঙ্গলবার সকালে পর্যবেক্ষণ শেষে ভালো খবর পাওয়া গেছে।

বুধবার থেকে সাইক্লিং শুরু করবেন মাহমুদউল্লাহ। মঙ্গলবার সকালে মিরপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করলেন মাহমুদউল্লাহ নিজেই। তিনি বলেছেন, ‘আজকে ফিজিও দেখলেন, বায়েজীদ পরীক্ষা করলেন। সবকিছু ঠিকই আছে। আশা করি কাল (বুধবার) থেকে সাইক্লিং শুরু করব। গত দুই দিনের চেয়ে এখন অবস্থা অনেক ভালো।’

/আরআই/এফএইচএম/